Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
আরব ও অনারবে তাঁর বেলায়েত, ফয়েয প্রদান, অভাব পূরণ এবং কাশফ ও কারামতের চর্চা রয়েছে। সৌভাগ্যবান মুসলমানরা প্রতি বছর ৬ রজবুল মুরাজ্জবে তাঁর উরস পালন করে এবং ইসালে সাওয়াব করে থাকে। আজ আমরা তাঁর সংক্ষিপ্ত জীবনী ও চরিত্র সম্পর্কে শুনব।
হত্যাকারীকে ক্ষমা করে দিলেন
হযরত খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত ধৈর্যশীল হওয়ার পাশাপাশি ক্ষমাশীল বুযুর্গ ছিলেন। কেউ তাঁর সাথে খারাপ ব্যবহার করলেও তিনি রাগ করতেন না এবং তার সাথে ভালো ব্যবহার করতেন, যেন তিনি তার কথা শুনতেই পাননি। একবার তিনি লাহোর থেকে আজমির শরীফ যাওয়ার পথে দিল্লীতে অবস্থান করছিলেন। সেই সময় এক অমুসলিম তাঁকে হত্যা করার উদ্দেশ্যে তাঁর কাছে আসে। কাশফের মাধ্যমে তিনি জানতে পারলেন যে, তার কী উদ্দেশ্য, কিন্তু তবুও তিনি তার সাথে অত্যন্ত স্নেহ ও উদারতার সাথে মিলিত হলেন এবং অত্যন্ত ভালোবাসার সাথে তাকে নিজের কাছে বসিয়ে বললেন: "যে উদ্দেশ্যে এসেছ, তা পূরণ করো।" এই বাক্য শুনে সে অবাক হয়ে গেল, তখনই তাঁর পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। হযরত খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে ক্ষমা করে দিলেন। তাঁর এই উদার আচরণে সে এমন প্রভাবিত হলো যে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার জন্য কল্যাণের দোয়াও করলেন, যার ফলস্বরূপ সে ৪৫ বার হজ করার সৌভাগ্য অর্জন করল এবং শেষ পর্যন্ত কাবা শরীফের খাদেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
(হযরত খাজা গরীবে নেওয়াজ হায়াত ও তালীমাত, পৃষ্ঠা- ৪০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد