Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
রয়েছে: অন্য কাউকে যদি আকাশে উড়তে দেখে, তবুও নিজের মুর্শিদ ছাড়া অন্য কারো হাতে হাত দেওয়াকে কঠোর আগুন জানবে, এক পিতা থেকে দ্বিতীয় পিতা বানাবে না। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৪/৩৬৯) যদি মুরিদ এই নীতিগুলো অনুযায়ী জীবনযাপন করে, তাহলে اِنْ شَآءَ الله আল্লাহ পাক ও রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, মাশায়েখে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এর সাহায্য জীবনে, মৃত্যুর সময়, কবরে, হাশরে, মীযানে, পুলসিরাতে, হাউযে কাউসারে অর্থাৎ প্রতিটি স্থানে তার সাথে থাকবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নাম্বার ২৮ এর অনুপ্রেরণা
প্রিয় ইসলামী ভাইয়েরা! কামিল মুর্শিদের ফয়েয পেতে, নেককার হতে, গুনাহ থেকে বাঁচতে এবং তাওবা ও ইস্তেগফারের মানসিকতা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজেও বেশি বেশি অংশগ্রহণ করুন! এর বরকতে اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এমন এক কামিল মুর্শিদ, যিনি তাঁর মুরিদীন ও সংশ্লিষ্টদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন। এজন্যই তিনি আমাদেরকে অনন্য ৭২টি নেক আমল দান করেছেন। এরই মধ্যে একটি নেক আমল নাম্বার ২৮ হলো: আজ কি আপনি (مَعَاذَ الله) গুনাহ হয়ে যাওয়ার পর দ্রুত তাওবা করেছেন? (আহ! প্রতিদিন যদি অন্তত ৭০ বার اَسْتَغْفِرُ الله পড়া নসীব হয়ে যেত।) প্রিয় ইসলামী ভাইয়েরা! হাদীসেও আমাদেরকে প্রতিদিন তাওবা ও ইস্তিগফার করার উৎসাহ দেওয়া হয়েছে। এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা হাদীসের উপর আমলকারীও হয়ে যাব এবং