Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

মুরিদী নয়, বরং পীর-মুরিদী হল শরীয়তের অনুসরণ করার শিক্ষা দেওয়া, দ্বীন রক্ষা করা করানো, কুরআন সুন্নাহর শিক্ষার উপর আমল করা, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া এবং নিজের অনুসারীদেরকে তা করানো, দ্বীনের উন্নতির জন্য চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচা এবং অন্যদেরকে বাঁচানোর মানসিকতা তৈরি করা, সুন্নাত এমনকি মুস্তাহাব কাজগুলোও নিয়মিত করা করানো, দ্বীন পথে চলার নাম

কামিল পীর কে?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! কাউকে নিজের পীর বানানোর জন্য ৪টি শর্তের প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি যেমনটি সায়্যিদী আলা হযরত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পীরের শর্তাবলী উল্লেখ করতে গিয়ে লিখেন: * বিশুদ্ধ আক্বীদার সুন্নী হতে হবে * আলিম হতে হবে অর্থাৎ এতটুকু জ্ঞান থাকতে হবে যে, সে তাঁর প্রয়োজনীয় মাসআলা কিতাব থেকে বের করতে পারে * ফাসিকে মুলিন হতে পারবে না অর্থাৎ প্রকাশ্যে গুনাহ না করা* তাঁর বাইয়াতের সিলসিলা নবী করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত মিলিত থাকা(ফতোওয়ায়ে রযবীয়া, ২১/৪৯১)

    ইমাম মুহাম্মদ গাজ্জালী  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুর্শিদ কামিলের জন্য কিছু শর্ত গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন: রাসূলে করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নায়েব যাকে মুর্শিদ বানানো হবে, তার জন্য শর্ত হল; তিনি আলিম হবেন, কিন্তু প্রত্যেক আলিমও মুর্শিদে কামিল হতে পারেন না এই কাজের যোগ্য তিনিই হতে পারেন যার মধ্যে এই কয়েকটি নির্দিষ্ট গুণাবলী বিদ্যমান থাকবে:

    * দুনিয়ার ভালোবাসা এবং দুনিয়াবী সম্মান ও মর্যাদার আকাঙ্ক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। * এমন কামিল