Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

করেছেন, এক সময় স্বয়ং মুর্শিদে করীম খাজা উসমান হারুনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেছিলেন: "আমাদের মুঈনুদ্দীন আল্লাহ পাকের প্রিয়, আমাদের মুরীদ নিয়ে আমরা গর্বিত" (ফয়যানে খাজা গরীবে নেওয়াজ, পৃষ্ঠা-) আসুন! মুর্শিদের খেদমতের পুরস্কার খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ভাষায় শুনি:

মুর্শিদের খেদমতের পুরস্কার

    খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একজন বুযুর্গ একশ বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করেছেন, দিনে রোযা রাখতেন এবং রাতে ইবাদতে কাটাতেন (অর্থাৎ রাত জেগে ইবাদত করতেন) এবং প্রত্যেক পথিককে ইবাদতে লিপ্ত হওয়ার জন্য উৎসাহিত করতেন তাঁর ইন্তিকালের পর লোকেরা তাঁকে স্বপ্নে জান্নাতে দেখে তাঁর অবস্থা জানতে চাইল, তিনি উত্তর দিলেন: আমার রাতদিনের ইবাদত জান্নাতে প্রবেশের কারণ হয়নি, বরং আল্লাহ পাক আমাকে আমার পীর মুর্শিদের খেদমত করার কারণে ক্ষমা করেছেন আরও বললেন: কিয়ামতের দিন ওলী, সিদ্দিকীন এবং মাশায়িখে তরীকতকে কবর থেকে উঠানো হবে, তখন তাঁদের কাঁধে চাদর থাকবে এবং প্রতিটি চাদরের সাথে হাজার হাজার রেশমী সুতা ঝুলতে থাকবে এই বুযুর্গদের মুরিদ ভক্তরা এই রেশমী সুতাগুলো ধরে ঝুলতে থাকবে এবং এই বুযুর্গদের সাথে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে

(আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-১০২)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুর্শিদের খেদমত কারীদের জন্য কেমন সুসংবাদ দিয়েছেন এবং তিনি শুধু বলেননি বরং আমল করেও দেখিয়েছেন যে, তিনি তাঁর পীর ও মুর্শিদের খেদমত ও আদবের হক আদায় করেছেন যে, তাঁর জীবদ্দশায় তাঁর সাথে থেকে তাঁর