Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
হযরত খাজা উসমান হারুনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেখানেই তাশরীফ নিয়ে যেতেন, তিনি তাঁর সামগ্রী নিজের কাঁধে নিয়ে সাথে যেতেন এবং বহুবার মুর্শিদের সাথে হজ করার সৌভাগ্যও অর্জন করেছেন। (আল্লাহ কে খাস বান্দে, পৃষ্ঠা-৫০৯) খাজা সাহেব নিজেই বলেন: আমি এবং আমার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সর্বদা সফরে থাকতাম, এক শহরে খুব কমই থামতাম। তাঁর সম্পর্কে এতটুকুও পাওয়া যায় যে, তিনি তাঁর মুর্শিদের খেদমতে ২০ বছর ৬ মাস এভাবে কাটিয়েছেন যে, রাতদিন মুযাহাদা ও পরিশ্রমে অতিবাহিত করতেন এবং তাঁর পীর ও মুর্শিদের ওযুর পাত্র ও তাঁর বিছানা নিজের মাথায় রাখতেন। (মানাকিবুল হাবীব অনুদিত, পৃষ্ঠা-৬৫) আরও বলেন: যখন আমার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার সেবা ও ভক্তি দেখলেন, তখন এমন কামালিয়াতের নেয়ামত দান করলেন, যার কোন সীমা নেই।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে খাজা গরীবে নেওয়াজ! আপনারা শুনলেন যে, পীর ও মুর্শিদের খেদমত একজন মুরীদকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয় এবং তার জন্য সৌভাগ্য এবং দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভের কারণ হয়! নিঃসন্দেহে যেমনটি প্রতিটি আশিকের আকাঙ্ক্ষা থাকে যে, প্রিয়জনের দৃষ্টিতে পরে যাই এবং শাগরেদের এই ইচ্ছা থাকে যে, ওস্তাদের চোখের তারা হয়ে যাই, তেমনি একজন মুরীদও আন্তরিকভাবে কামনা করে যে, আমি আমার পীর ও মুর্শিদের মনোনীত হয়ে যাই। কিন্তু এমন ভাগ্যবান খুব কমই আছেন, যাদের এই কামনা পূরণ হয়। সুতরাং নিজের পীর ও মুর্শিদের খেদমত এবং তাঁর আদব ও সম্মানকে সর্বদা নিজের উপর আবশ্যক রাখা উচিত। আপনারা দেখুন যে, হযরত খাজা গরীবে নেওয়াজ মুঈনুদ্দীন চিশতী আজমেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের পীর ও মুর্শিদের খেদমত করে কেমন মর্যাদা লাভ