Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

শব্দ শুনে আওয়াজ দিলেন কে? হযরত খাজা বাকি বিল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: ফকির, মুহাম্মদ বাকি  তিনি আওয়াজ শুনেই বিছানা থেকে অস্থিরভাবে উঠে দাঁড়ালেন এবং বাইরে এসে অত্যন্ত বিনয়ের সাথে পীর সাহেবের সামনে আদবের সাথে বসে গেলেন (তাযকিরায়ে মুজাদ্দিদে আলফে সানী, পৃষ্ঠা-)

লাল শাহবাজ কালান্দার এবং পীর মুর্শিদ

    হযরত লাল শাহবাজ কালান্দার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রায় ১২ মাস পীর মুর্শিদের তত্ত্বাবধানে সুলুকের স্তর অতিক্রম করেছেন তাঁর পীর মুর্শিদ হযরত ইবরাহীম কাদেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বেলায়তের দৃষ্টি যখন এই বিষয়টির সাক্ষী হলো যে, তিনি এখন পরিপূর্ণ মুরিদ হয়ে তরীকতের উচ্চ স্তরগুলি অতিক্রম করেছেন, তখন তিনি তাঁকে খেলাফত ইজাযতের পোশাক প্রদান করলেন এবং দ্বীনের খেদমতের জন্য আল্লাহর পথে সফর করার নির্দেশ দিলেন (শানে কালান্দার অন্যান্য, পৃষ্ঠা-২৭০)

বায়েজিদ বোস্তামী এবং মুর্শিদের খেদমত

    হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দীর্ঘকাল ধরে তাঁর পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে ছিলেন। তিনি তাঁর পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে এতটাই গভীরভাবে ভালোবাসতেন যে, মুহুর্তের জন্যও অন্য কোনো দিকে মনোযোগ দেননি। একদিন ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: বায়েজিদ! তাক থেকে বইটি নিয়ে এসো। তিনি আরয করলেন: হুযুর! তাক কোথায়? হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তুমি এখানে এতকাল ধরে আছো, এখনও তাক সম্পর্কে জানো না? তিনি আরয করলেন: হুযুর! আপনার দর্শন ও বরকতময় সঙ্গ থেকে আমার অবসরের সময়ই হয় না, তাকের কথা কিভাবে মনে রাখব? যেন তিনি বললেন: আমি কেবল