Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
শব্দ শুনে আওয়াজ দিলেন কে? হযরত খাজা বাকি বিল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: ফকির, মুহাম্মদ বাকি। তিনি আওয়াজ শুনেই বিছানা থেকে অস্থিরভাবে উঠে দাঁড়ালেন এবং বাইরে এসে অত্যন্ত বিনয়ের সাথে পীর সাহেবের সামনে আদবের সাথে বসে গেলেন। (তাযকিরায়ে মুজাদ্দিদে আলফে সানী, পৃষ্ঠা-৯)
লাল শাহবাজ কালান্দার এবং পীর ও মুর্শিদ
হযরত লাল শাহবাজ কালান্দার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রায় ১২ মাস পীর ও মুর্শিদের তত্ত্বাবধানে সুলুকের স্তর অতিক্রম করেছেন। তাঁর পীর ও মুর্শিদ হযরত ইবরাহীম কাদেরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বেলায়তের দৃষ্টি যখন এই বিষয়টির সাক্ষী হলো যে, তিনি এখন পরিপূর্ণ মুরিদ হয়ে তরীকতের উচ্চ স্তরগুলি অতিক্রম করেছেন, তখন তিনি তাঁকে খেলাফত ও ইজাযতের পোশাক প্রদান করলেন এবং দ্বীনের খেদমতের জন্য আল্লাহর পথে সফর করার নির্দেশ দিলেন। (শানে কালান্দার ও অন্যান্য, পৃষ্ঠা-২৭০)
বায়েজিদ বোস্তামী এবং মুর্শিদের খেদমত
হযরত বায়েজিদ বোস্তামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দীর্ঘকাল ধরে তাঁর পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে ছিলেন। তিনি তাঁর পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে এতটাই গভীরভাবে ভালোবাসতেন যে, মুহুর্তের জন্যও অন্য কোনো দিকে মনোযোগ দেননি। একদিন ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: বায়েজিদ! তাক থেকে বইটি নিয়ে এসো। তিনি আরয করলেন: হুযুর! তাক কোথায়? হযরত ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তুমি এখানে এতকাল ধরে আছো, এখনও তাক সম্পর্কে জানো না? তিনি আরয করলেন: হুযুর! আপনার দর্শন ও বরকতময় সঙ্গ থেকে আমার অবসরের সময়ই হয় না, তাকের কথা কিভাবে মনে রাখব? যেন তিনি বললেন: আমি কেবল