Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
প্রিয় ইসলামী ভাইয়েরা! যারা অন্যের গুনাহ ও ভুলের জন্য তাদের লজ্জা দেয়, তাদের জন্য এই হাদিসে অনেক শিক্ষা রয়েছে। একটি বিষয় এটাও মনে রাখবেন যে, গুনাহ ও ভুল অন্যদের কাছে প্রকাশ করা ঠিক নয়, কিন্তু যদি কেউ এতে লিপ্ত হয়, তবে তার সাথে সম্পর্ক ছিন্ন করা, কথা বলা বন্ধ করে দেওয়াও ঠিক নয়, বরং এমন পরিস্থিতিতে ক্ষমা করে দেওয়া সর্বোত্তম কাজ। আমাদের আকা, মাক্কী মাদানী মুস্তফা
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি পছন্দ করে যে, তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করা হোক এবং তার মর্যাদা বৃদ্ধি করা হোক, তবে তার উচিত যে, তার উপর যে অত্যাচার করে তাকে ক্ষমা করা, তাকে যে বঞ্চিত করে তাকে দান করা এবং তার সাথে যে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে সম্পর্ক স্থাপন করা। (মুস্তাদরাক, কিতাবুত তাফসীর, ৩/১২, হাদিস: ৩২১৫) আল্লাহ পাক আমাদেরকে অন্যদের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! এবার আমরা হযরত খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সংক্ষিপ্ত পরিচয়ও শুনি:
খাজা গরীবে নেওয়াজের সংক্ষিপ্ত পরিচয়
খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নাম "হাসান"। তিনি নজিবুত তরফাইন (অর্থাৎ মা ও বাবার দিক থেকে) হাসানী ও হুসাইনী সৈয়দ। তাঁর প্রসিদ্ধ ও পরিচিত উপাধিগুলো হলো মুঈনুদ্দীন, খাজা গরীবে নেওয়াজ, সুলতানুল হিন্দ এবং আতায়ে রাসূল। তিনি ৫৩৭ হিজরীতে সিজিস্তান বা সিস্তান (বর্তমান ইরান) অঞ্চলের "সাঞ্জর" এ জন্মগ্রহণ করেন। (মুঈনুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দীন আজমেরী, পৃষ্ঠা ১৮। ইকতিবাসুল আনওয়ার, পৃষ্ঠা ৩৪৫) তিনি জ্ঞান অর্জনের জন্য