Shoq e Madina

Book Name:Shoq e Madina

মুজে ফাসুরদাগী বখত কা আলম কিয়া হো

ওহ এক দম মে খিযা কো বাহার করতে হে

জু খোশ নসীব ইয়াহা হাকে দর পে বেটতে হে

জুলুসে মুসনাদে শাহী ছে আর করতে হে

(যাওকে নাত, ১৯৪ পৃষ্ঠা)

    ব্যাখ্যা: আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহেরও কি চমৎকার যে, নিরাশদের আশা প্রদান করেন আমি কেন দূর্ভাগাদের ন্যায় চিন্তিত হবো, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দূর্ভাগাকে সৌভাগ্যের বসন্তে পরিণত করে দেন, সেই সৌভাগ্যবান যার মদীনার মাটিতে বসার সৌভাগ্য নসীব হয়েছে, আর সেই ব্যক্তি বাদশাহের সিংহাসনের চিন্তা করে না

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হজ্জ্বের মৌসুম চলমান, হজ্বের দিন চলছে * সৌভাগ্যবান আশিকানে রাসূল হজ্বের সৌভাগ্য অর্জন করছে * কাবার তাওয়াফ করছে * মীনাতে উপস্থিত