Book Name:Shoq e Madina
যিয়ারতের নিয়্যতে মদীনা মনোওয়ারায় আসে তখন ফেরেশতারা রহমতের উপহার নিয়ে তাকে স্বাগতম জানায়। (জযবুল কুলুব, ২১১ পৃষ্ঠা)
শাফায়াত ওয়াজিব হয়ে গেলো.....!
সুনানে দারে কুতনীতে বর্ণিত রয়েছে: আল্লাহ পাকের হাবীব হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي যে আমার কবর যিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেলো।
(সুনানে দারে কুতনী, ১/২১৭ পৃষ্ঠা, হাদীস: ২৬৬৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আলা হযরতের পিতা মওলানা নকী আলী খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যখ্যায় দু’টি মাদানী ফুল বর্ণনা করেন: আসুন এগুলোর সারমর্ম শ্রবণ করি:
ঈমান হেফাযতের একটি দৃঢ় মাধ্যম
মাদানী ফুল: (১) এখানে মনের মধ্যে একটি প্রশ্ন জাগে, সেটা হলো এই যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: شَفَاعَتِي لِاَهْلِ الْكَبَائِرِ مِنْ اُمَّتِي অর্থাৎ আমার সুপারিশ আমার উম্মতের মধ্য হতে বড় গুনাহগারদের জন্য। (আবু দাউদ, ৭৪৬ পৃষ্ঠা, হাদীস: ৪৭৩৯) এবং অন্য একটি বর্ণনায় এটাও রয়েছে যে, যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবো না ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হবো না। (সুবুলুল হুদা, ২/২৭২)
এসব হাদীস থেকে জানা যায় যে, প্রতিটি গুনাগারদের জন্য সুপারিশ করবে আর যখন প্রতিটি গুনাহগারদের জন্য সুপারিশ করবে, চাই সেই মদীনা মনোওয়ারাতে হাজিরী দিক বা না দিক নূরানী রাওযা যিয়ারতকারীদের কেমন বৈশিষ্ট্য রয়েছে? এখন উত্তর শুনুন: কতিপয় ওলামাগণ এটা বলেন যে, যারা সাধারণ গুনাহগার, যারা মদীনা মনোওয়ারাতে হাজিরী দেয়নি, তাদের জন্য সাধারণ সুপারিশ করা হবে কিন্তু যারা মদীনা মনোওয়ারাতে