Shoq e Madina

Book Name:Shoq e Madina

    অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি হজ্ব ওমরার সংক্ষিপ্ত পদ্ধতি * হজ্ব ওমরার প্রয়োজনীয় মাসআলা ইত্যাদি জানতে পারবেন * তাছাড়া সেই মোবাইল অ্যাপ্লিকেশনে হজ্ব ওমরার দোয়া * হেরামাইন শরীফের পবিত্র স্থানের তথ্য ইত্যাদিও সংযুক্ত * মোবাইল  অ্যাপ্লিকেশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যে, এতে ডি ভিডিও (3D Videos) এর মাধ্যমে হজ্ব ওমরার আমল পদ্ধতিও শিখতে পারবেন অ্যাপ্লিকেশনকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন, থেকে উপকার অর্জন করুন এবং অন্যকেও এর অনুপ্রাণিত করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

যিকির দরূদের মাদানী ফুল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! যিকির ও দরূদ সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথম ২টি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ হচ্ছে: যে ব্যক্তি আপন প্রতিপালকের যিকির করে আর যে ব্যক্তি যিকির করে না তাদের উদাহরণ জীবিত ও মৃত্যদের মত। (বুখারী, কিতাবুদ দাওয়াত, ৪/২২, হাদীস: ৬৪০৮) (২) ইরশাদ হচ্ছে: কিয়ামতের দিন লোকদের মধ্যে হতে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণ দরূদ শরীফ পাঠ করে। (তিরমিযী , ২/২৭, হাদীস: ৪৮৪) * আল্লাহ পাকের যিকির হলো সর্বদা রুহানী খাদ্য * কতিপয় আউলিয়াগণ তিন বছর পর্যন্ত পানি পান করেনি কিন্তু জীবিত ছিলো কিভাবে যিকিরের বরকতে। (মিরআতুল মানাজিহ, ৭/৩২০) * আল্লাহ পাকের যিকির অধিকহারে করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে। (আরাবীকে সাওয়ালাত আওর আরবী আকা কে জাওয়াবাত, ৩ পৃষ্ঠা) * হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام বলেন: মুরগী বলে: