Book Name:Shoq e Madina
এ অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি হজ্ব ও ওমরার সংক্ষিপ্ত পদ্ধতি * হজ্ব ও ওমরার প্রয়োজনীয় মাসআলা ইত্যাদি জানতে পারবেন * তাছাড়া সেই মোবাইল অ্যাপ্লিকেশনে হজ্ব ও ওমরার দোয়া * হেরামাইন শরীফের পবিত্র স্থানের তথ্য ইত্যাদিও সংযুক্ত * এ মোবাইল অ্যাপ্লিকেশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যে, এতে ৩ ডি ভিডিও (3D Videos) এর মাধ্যমে হজ্ব ও ওমরার আমল পদ্ধতিও শিখতে পারবেন। এ অ্যাপ্লিকেশনকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন, এ থেকে উপকার অর্জন করুন এবং অন্যকেও এর অনুপ্রাণিত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যিকির ও দরূদের মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! যিকির ও দরূদ সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথম ২টি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ হচ্ছে: যে ব্যক্তি আপন প্রতিপালকের যিকির করে আর যে ব্যক্তি যিকির করে না তাদের উদাহরণ জীবিত ও মৃত্যদের মত। (বুখারী, কিতাবুদ দাওয়াত, ৪/২২, হাদীস: ৬৪০৮) (২) ইরশাদ হচ্ছে: কিয়ামতের দিন লোকদের মধ্যে হতে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণ দরূদ শরীফ পাঠ করে। (তিরমিযী , ২/২৭, হাদীস: ৪৮৪) * আল্লাহ পাকের যিকির হলো সর্বদা রুহানী খাদ্য * কতিপয় আউলিয়াগণ তিন বছর পর্যন্ত পানি পান করেনি কিন্তু জীবিত ছিলো কিভাবে যিকিরের বরকতে। (মিরআতুল মানাজিহ, ৭/৩২০) * আল্লাহ পাকের যিকির অধিকহারে করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে। (আরাবীকে সাওয়ালাত আওর আরবী আকা কে জাওয়াবাত, ৩ পৃষ্ঠা) * হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام বলেন: মুরগী বলে: