Book Name:Shoq e Madina
اُذْکُرُوا اللهَ یَا غَافِلِیْن অর্থাৎ হে উদাসীন! আল্লাহ পাকের যিকির করো। (ফয়যুল কাদির, ১/৪৮৮, হাদীস: ৬৯৫) * দরূদে পাক এমন আমল স্বয়ং আল্লাহ পাক নিজেই করেন। (দরূদ ও সালামের সমাহার, ১৭ পৃষ্ঠা) * যদি কোন কাজ এমন থাকে যা আল্লাহ পাকও করেন, ফেরেশতাদেরও এবং মুসলমানদেরও যার নির্দেশ দিয়েছে তা হলো কেবল নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি দরূদে পাক প্রেরণ করা। (দরূদ ও সালামের সমাহার, ২০ পৃষ্ঠা) * আল্লাহ পাকের দরূদ হলো রহমত অবতীর্ণ করা, আর ফেরেশতা ও আমাদের দরূদ হলো রহমতের জন্য দোয়া করা। (দরূদ ও সালামের সমাহার, ২১ পৃষ্ঠা)
-: ঘোষণা :-
যিকির ও দরূদের অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং এই মাদানী ফুলসমূহ জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।