Shoq e Madina

Book Name:Shoq e Madina

গুনাহগারকে আহবান করা হয়েছে......!

    মুসলমানের চতুর্থ খলিফা, হযরত আলীউল মুরতাদ্বা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়া থেকে পর্দা করলেন মাত্র দিন অতিবাহিত হয়েছে, এমন সময় এক বেদুইন (অর্থাৎ আরবের গ্রাম্যলোক) নূরানী রওযাতে উপস্থিত হলো, সেই নিজে নিজে রাওযার সামনে লুটে পড়লো এবং রাওযা থেকে নূরানী মাটি নিজের মাথায় লাগালো আর আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যা কিছু আপনি আল্লাহ পক্ষ থেকে শুনেছেন, তা আমরা আপনার কাছ থেকে শুনেছি, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ لَوۡ اَنَّہُمۡ اِذۡ ظَّلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ جَآءُوۡکَ فَاسۡتَغۡفَرُوا اللّٰہَ وَ اسۡتَغۡفَرَ لَہُمُ الرَّسُوۡلُ لَوَجَدُوا اللّٰہَ تَوَّابًا  رَّحِیۡمًا (۶۴)

(পারা , সূরা নিসা, আয়াত ৬৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি যুলুম করে তখন হে মাহবুব! (তারা) আপনার দরবারে হাযির হয়, অতঃপর আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যান্ত তাওবা কবুলকারী দয়ালু পাবে

    সেই আরবী আরয করলো: ইয়া রসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আমার উপর যুলুম করেছি (অর্থাৎ আমার নিকট থেকে গুনাহ সংঘটিত হয়ে গিয়েছে) এবং আপনার দরবারে অসহায়বস্থায় হাযির হয়েছি যেনো আপনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন

    سُبْحٰنَ الله! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহের প্রতি কুরবান হয়ে যান! এদিকে আরবের গ্রাম্যলোক আরয করেছিলো আর ঐদিকে নূরানী রাওযা থেকে আওয়াজ আসলো: قَدْ غُفِرَ لَکَ তোমার