Book Name:Shoq e Madina
ঈমানও রক্ষা করবে আর তার জন্য অবশ্যই সুপারিশ করবে। (জাওয়াহিরুল বয়ান ফি আসরারিল আরকান, ২০৫ - ২০৬)
শাফায়াতে মুস্তফা مرحبا .... مرحبا...!!
মাদানী ফুল: (২) হে আশিকানে রাসূল! এই হাদীকে পাকে আরেকটি ঈমান উদ্দীপক মাদানী ফুল রয়েছে, সেটা হলো যে, হাশরের ময়দানে অনেক লোকেরা সুপারিশ করবে। শাফায়াতে কুবরা (বড় সুপারিশকারী) আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরই অংশ অর্থাৎ আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরই মাধ্যমে সর্বপ্রথম শাফায়াতের দরজা খোলা হবে, এর পর অন্যান্য নবীগণও সুপারিশ করবেন, ফেরেশতাগণও সুপারিশ করবে, ওলামাগণও সুপারিশ করবেন, শহীদগণও সুপারিশ করবেন, হাজীগণও সুপারিশ করবেন, বাআমল হাফেজে কুরআনও সুপারিশ করবেন।
কিন্তু মদীনা মনোওয়ারাতে হাজিরী দেয়া ব্যক্তির মর্যাদাই আলাদা, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي অর্থাৎ যে ব্যক্তি আমার কবর যিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। (সুনানে দারে কুতনী, ১/২১৭ পৃষ্ঠা, হাদীস: ২৬৬৯)
এখানে শব্দ شَفَاعَتِي এর অর্থ হলো এটা যে পবিত্র রওযার যিয়ারতকারীর সুপারিশ ওলামাগণ করবেন না, ফেরেশতাও করবে না, শহীদগণ করবে না, হাজী কিংবা হাফেজগণও করবে না বরং এর সুপারিশ আমাদের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم করবেন।
(জাওয়াহিরুল বয়ান ফি আসরারিল আরকান, ২০৫-২০৬ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله! এটা অনেক বড় সৌভাগ্য যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেই সুপারিশ করবে কেননা নবীর শাফায়াতের ধরনই অনন্য, এর আনন্দই অনন্য, এর উদ্দীপকই অনন্য, আলা হযরত