Book Name:Shoq e Madina
গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। (কানযুল উম্মাল, কিতাবুল আযকার, ২/১, ১৬৬ পৃষ্ঠা, হাদীস: ৪৩১৯)
ক্ষমার দয়া হয়ে গেলো
অনুরূপ এক বর্ণনায় রয়েছে, আল্লামা ইবনে জাওযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উয়ুনূল হিকায়তে নকল করেন: হযরত মুহাম্মদ বিন হরব হিলালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: একবার আমি রাওযায়ে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপস্থিত ছিলাম: আমি দেখলাম: এক বেদুঈন (অর্থাৎ আরবীর গ্রাম্য লোক) দরবারে উপস্থিত হলেন আর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم: এর নিকট অসহায় অবস্থায় আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাক আপনার প্রতি যে সত্য কিতাব অবতীর্ণ করেছে, সেই কুরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لَوۡ اَنَّہُمۡ اِذۡ ظَّلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ جَآءُوۡکَ فَاسۡتَغۡفَرُوا اللّٰہَ وَ اسۡتَغۡفَرَ لَہُمُ الرَّسُوۡلُ لَوَجَدُوا اللّٰہَ تَوَّابًا رَّحِیۡمًا (۶۴)
(পারা ৫, সূরা নিসা, আয়াত ৬৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি যুলুম করে তখন হে মাহবুব! (তারা) আপনার দরবারে হাযির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যান্ত তাওবা কবুলকারী দয়ালু পাবে।
সেই বেদুঈন এই আয়াত পাঠ করার পর আরয করলো: আমার মুনিব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আমার গুনাহের জন্য আপনার উচ্চ দরবারে উপস্থিত হয়েছি, আপনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আল্লাহ পাকের দরবারে আমার শাফায়াতের মাধ্যম (অর্থাৎ সুপারিশকারী ) বানাচ্ছি।
এটা বলার পর সেই আশেকে রাসূল বেদুঈন কান্না করতে লাগলো এবং তার মুখ দিয়ে এই কাব্য জারি হয়ে গেলো:
يَا خَيْرَ مَنْ دُفِنَتْ باِلْقَاعِ اَعْظُمُهٗ فَطَابَ مِنْ طِيْبِهِنَّ الْقَاعُ وَالْاَكَمْ