Shoq e Madina

Book Name:Shoq e Madina

কাজ হলো ফযরের জন্য জাগানো (অর্থাৎ মুসলমানকে ফযরের জন্য জাগানো)

    হে আশিকানে রাসূল! মুসলমানদেরকে নামাযের জন্য জাগানো সুন্নাতে মুস্তাফা, মুসলমানদেরকে ফযরের নামাযের জন্য জাগানো সুন্নাতে দাউদী, মুসলমানদেরকে ফযরের নামাযের জন্য জাগানো সুন্নাতে হায়দারী সুন্নাতে ফারুকী, যেমন মুসলমানের দ্বিতীয় খলিফা, হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ নামাযের জন্য লোকদেরকে জাগাতে জাগাতে মসজিদে তাশরিফ নিয়ে যেতেন (তবকাতুল কুবরা, /২৬৩ পৃষ্ঠা) আসুন! উৎসাহ স্বরূপ একটি মাদানী বাহার শ্রবণ করি:

মদীনার শরীফের হাজিরীর সৌভাগ্য হয়ে গেলো

    পাঞ্জাবের এলাকা ইলাহাবাদ (জিলা কসুর) অবস্থানকারী এক ইসলামী ভাইয়ের বর্ণনার সরাংশ: اَلْحَمْدُ لِلّٰه আমি দাওয়াতে ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু দ্বীনি কাজের মধ্যে উদাসীনের শিকার ছিলাম, একদিন এক যিম্মাদার ইসলামী ভাই আমাকে বুঝিয়ে দ্বীনি কাজ করা এবং বিশেষ করে ফযরের জন্য মুসলমানদেরকে জাগানোর দ্বীনি কাজে খুব যত্ন সহকারে উৎসাহ দিলেন, اَلْحَمْدُ لِلّٰه আমার মন-মানসিকতা হয়ে গেলো এবং আমি এর পরবর্তী দিনেই এর উপর আমল শুরু করে দিলাম ফযরের জন্য মুসলমানদের জাগানো কাজ তো করেছি, আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়া হয়ে গেলো, ভাগ্য চমকে গেলো সেই বছরে আমার মদীনা শরীফের হাজিরী নসীব হয়ে গেলো, তার উপর আরো দয়া এটা ছিলো যে, আমার বড় ভাইয়েরও হজ্বের সৌভাগ্য নসীব হয়ে গেলো 

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد