Shoq e Madina

Book Name:Shoq e Madina

মদীনা শরীফের খেজুর থেকে ঈমান সতেজ

    মহান আশিকানে রাসূল, হযরত মুহাদ্দীসে আযম পাকিস্তান মওলানা সরদার আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনা মুনাওয়ারাকে অনেক ভালোবাসতো, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মাহফিলে অধিকহারে মদীনা মনোওয়ারার আলোচনা করতো যদি মদীনা থেকে সফরকৃত কোন ব্যক্তি তাঁর খিদমতে উপস্থিত হতো তখন তার কাছ থেকে মদীনা মনোওয়ারার অবস্থাদি জিজ্ঞেসা করতেন, মদীনা মনোওয়ারার বসবাসকারী আশিকানে রাসূলদের ভালো মন্দ জিজ্ঞাসা করতেন আর যদি কোন তাবাররুকাত পেশ করতো তখন খুবই অনন্দেচিত্তে গ্রহণ করতেন একবার একজন হাজী সাহেব মদীনা মনোওয়ারা থেকে আসেন, তিনি খেজুর নিয়ে উপস্থিত হন এবং হযরত মুহাদ্দীসে আযম পাকিস্থান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট পেশ করেন, সেই সময় দাওরায়ে হাদীস চলমান ছিলো (অর্থাৎ ক্লাস চলছিলো) এবং মুহাদ্দীসে আযম পাকিস্তান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীসে পাক পড়াচ্ছে, তিনি মদীনা মনোওয়ারার খেজুর সমস্ত ছাত্রদের বন্টন করেন আরেকটি খেজুর মাড়ির নিচে চেপে রাখলেন, অতঃপর বললেন: মদীনার খেজুর যতক্ষণ পর্যন্ত গলে গলে ভিতরে যেতে থাকবে, ঈমান সতেজ হতে থাকবে

(হায়াতে মুহাদ্দীসে আযম পাকিস্থান, ১৫৫ পৃষ্ঠা)

    سُبْحٰنَ الله! জানা গেলো! যে আশিক, তার তো ঈমান মদীনার নাম শুনতেই সতেজ হয়ে যায় আশিকদের ঈমান মদীনার জিনিস দেখে মদীনা মনোওয়ারা থেকে আগত তাবাররুকাত দেখে মদীনা মনোওয়ারার খেজুর খেয়ে নিজ শহরে বসবাস করেও যদি তাদের ঈমান সতেজ হয়ে যায়, তাহলে যখন সেই মদীনা পৌঁছেবে ঈমান সতেজের অবস্থা কেমন হবে?

মদীনাতে মৃত্যু বরণ করার আকাঙ্ক্ষা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক আমাদেরকে মদীনার ভালোবাসা দান করুন! মদীনা মনোওয়ার স্মরণে ব্যাকুল