Shoq e Madina

Book Name:Shoq e Madina

নেক আমল বিভাগ

    اَلْحَمْدُ لِلّٰه  দাওয়াতে ইসলামী ৮০টির বেশি বিভাগের মধ্যে হতে একটি বিভাগ হলোনেক আমলবিভাগ শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত ইচ্ছা অনুযায়ী ইসলামী ভাই, ইসলামী বোন এবং জামেয়াতুল মদীনা মদরাসাতুল মদীনার ছাত্র-ছাত্রীকে বা-আমল বানানোর জন্যনেক আমলেরউপর আমলের উৎসাহ প্রদানের জন্যনেক আমল বিভাগপ্রতিষ্ঠিত করেছেন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ  বলেন: হায়! অন্যান্য ফরয সুন্নাত পালন করার পাশাপাশি সকল  ইসলামী ভাই ইসলামী বোন এই নেক আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয় এবং দাওয়াতে ইসলামী সকল যিম্মাদার নিজ নিজ হালকাতে সেই (নেক আমলের রিসালা সমূহকে) ব্যাপক করে এবং প্রতিটি মুসলমান তার কবর আখিরাতের কল্যাণের জন্য এই নেক আমলকে একনিষ্ঠতার সাথে গ্রহণ করে, আল্লাহ পাকে দয়ায় জান্নাতুল ফেরদৌসে মাদানী  হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশি হওয়ার মহান নিয়ামত লাভ করবে আসুন! আমরাও নেক আমলের কাজে আগ্রসর হয়ে অংশ গ্রহণ করি এবং নেক আমলের উপর কেবল না নিজে আমল করবো বরং অন্যান্য ইসলামী ভাইদেরকেও এই বিষয়ে অনুপ্রাণিত করে অসংখ্য  সাওয়াব অর্জন করবো

হজ্ব ওমরাহ মোবাইল অ্যাপ্লিকেশনের পরিচিতি

    হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী আধুনিক টেকলজীর মাধ্যমে দ্বীনি জ্ঞান ব্যাপক করার চেষ্টা করছে এই বিষয়ে দাওয়াতে ইসলামী আইটি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন প্রকাশিত হয়েছে, এগুলোর মধ্যে হতে একটি অ্যাপ্লিকেশন হলো: hajj &umrah (হজ্ব ওমরাহ)