Shoq e Madina

Book Name:Shoq e Madina

رُوْحِی الْفِدَاءُ لِقَبْرٍ اَنْتَ سَاكِنُهٗ               فِيْهِ الْعِفَافُ وَفِيْهِ الْجُوْدُ وَالْكَرَمْ

    ব্যাখ্যা: এটা সেই উৎকৃষ্ট সত্তা! যার মোবারক শরীর যমীনে দাফন করা হলো তাঁর শ্রেষ্ঠত্ব এবং পবিত্রতা দ্বারা ময়দান পর্বত সুগন্ধ হয়ে গেলো আমার প্রাণ উৎসর্গ হোক নূরানী কবরের প্রতি যেটাতে আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আরাম করছে, যাতে রয়েছে বিশুদ্ধ শান্তি, উদারতা ক্ষমার অটল ভান্ডার

    সেই আশেকে রাসূল অনেক্ষণ ধরে কান্না করতে করতে এসব কাব্যগুলো পুনরাবৃত্তি করতে থাকে অতঃপর তার গুনাহের ক্ষমা প্রার্থনা করে, অশ্রু প্রবাহিত করে বিদায় নিলো, হযরত মুহাম্মদ বিন হারব হিলালী: বলেন: যখন আমি শয়ন করলাম তখন স্বপ্নে দেখলাম যে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত দ্বারা ধন্য হলাম, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আমাকে বললেন: اِلْحَقِ الرَّجُلَ فَبَشِّرْہٗ اَنَّ الله َتَعَالیٰ قَدْ غَفَرَ لَہٗ بِشَفَاعَتِیْ অর্থাৎ বেদুঈনের সাথে সাক্ষাৎ করো আর তাকে সুসংবাদ শুনিয়ে দাও যে আল্লাহ পাক আমার সুপারিশের বরকতে বেদুঈনকে ক্ষমা করে দিয়েছে

উম্মতের জন্য এখনও দয়া করেন

    سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! এ উভয় ঘটনার প্রতি একটু চিন্তা করুন! একটি হলো সাহাবীয়ে রাসূল আরেকটি হলো কোন সৌভাগ্যবান আশেকে রাসূলের, এ উভয় ঘটনার প্রতি লক্ষা করুন! এ থেকে স্পষ্টভাবে জানা যায় যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজ উম্মতকে কি পরিমাণ ভালোবাসে, কত দয়া করে, একটু চিন্তা করুন! যখন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়াতে তাশরিফ নিয়ে আসেন, তখনও মুখে رَبِّ  هَبْ لي اُمَّتِي ধ্বনি ছিলো, যখন দুনিয়াতে শুভাগমন করেছেন উম্মতের দুঃখে ব্যথিত ছিলেন আর যখন দুনিয়ার যাহেরী হায়াত থেকে পর্দা করেন তখনও رَبِّ  هَبْ لي اُمَّتِي  তাঁর পবিত্র যবানে জারি ছিলো, আর এখন