Shoq e Madina

Book Name:Shoq e Madina

হওয়া উচিত, মদীনার হাজিরীর জন্য অস্থির হওয়া উচিত, মদীনার ভূমির গুরুত্ব বাণী থেকে অনুমান করুন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যার সম্ভব হয় সেই যেনো মদীনাতে মৃত্যু বরণ করে কেননা আমি মদীনা বাসীর জন্য সুপারিশ করবো (হায়াতে মুহাদ্দীসে আযম পাকিস্থান, ১৫৫ পৃষ্ঠা)

    মুহাদ্দীসে আযম পাকিস্তান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইশকে রাসূল কেমন অনন্য, যখন মদীনা মুনাওয়াতে উপস্থিত হলেন, তখন তিনি কিছু চুল নখ শরীফ মদীনা মুনাওয়ারাতে দাফন করে দিলেন আর প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট আবেদন করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! মদীনাতে মৃত্যু বরণ করাটা আমার অধীনে নয় তাই আমার শরীরের কিছু অংশ দাফন করে যাচ্ছি কারণ আমরা গরীবের জন্য এটাই মূল্যবান (তবকাতুল কুবরা, /২৬৩ পৃষ্ঠা)

    আল্লাহ পাক আমাদেরকে মদীনার ভালোবাসা দান করুন, হায়! যদি মদীনা মনোওয়ারাতে বার বার হাজিরী হতো, শেষ সময় যদি জান্নাতুল বাকিতে দুগজ যমিন মিলে যায়, আল্লাহ পাক আমাদেরকে মদীনার প্রেম, মদীনার স্বাদ, মদীনার আলোচনা, মদীনার চিন্তা-চেতনামদীনার স্মরণের দৌলত দান করুন

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

১২টি দ্বীনি কাজের মধ্যে হতে একটি কাজ হলো:

ফযরের জন্য জাগানো

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মদীনার ভালোবাসা লাভ করার জন্য দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলী হালকার ১২ দ্বীনি কাজে খুব অগ্রসর হয়ে অংশ গ্রহণ করুন! اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অসংখ্য বরকত লাভ হবে। ১২ দ্বীনি কাজের মধ্যে হতে একটি দ্বীনি