Shoq e Madina

Book Name:Shoq e Madina

নিজের প্রয়োজনীয় জিনিস গ্রহণ করে, খাবার ইত্যাদি তাকে অনুসন্ধান করতে হয় সেই অনুসন্ধান করে, বাইরে ঘুরতে ঘুরতে তার উপর দিয়ে সূর্যের তাপ পড়ে, গরম পড়ে, ময়লা পড়ে যার ফলে চামড়া পুরাতন হয়ে যায়, বছরের কিছু দিন সে এভাবে অতিবাহিত করে সেই লুকিয়ে যায়, বাইরে বের হয় না, যখন  সেই তার সময় সম্পন্ন করার পর বাইরে বের হয় তখন এর চামড়া পরিবর্তন হয়ে যায়, পুরাতন চামড়া খুলে যায়, নতুন সতেজ চকচকে চামড়া তার উপর চলে আসে

 

    এক কথায় হাদীসে পাকে বলা হয়েছে যেভাবে সাপ যখন গর্তে প্রবেশ করে তখন তার চামড়া সতেজ চকচকে হয়ে যায়, এভাবে একজন মানুষ যখন পৃথিবীতে থাকে এবং অন্য শহরে বসবাস করে, আর শয়তান তার উপর আক্রমণ করে, নফস গুনাহও করায়, দুনিয়ার দিকে অন্তর ধাবিতও হয়ে যায়, যার ফলে ঈমান দূর্বল হওয়া আরম্ভ করে তখন ঈমান পুনরায় সতেজের প্রয়োজন হয় আর এই সতেজ কিভাবে পাওয়া যাবে? ইরশাদ করেন: اِنَّ الْاِيمَانَ لَيَاْرِزُ اِلَى الْمَدِينَةِ ঈমান মদীনার দিকে প্রত্যাবর্তন করে অর্থাৎ যখন আশিকানে রাসূল পৃথিবীতে বসবাস করে বিভিন্ন শহরে, নিজ নিজ এলাকাতে বসবাস করে, সেখানে তারা দুনিয়াদারদের সাথে জড়িত হয়ে যায়, শয়তানের সাথেও জড়িত হয়ে যায়, নফসও গ্রাস করে ফেলে, এখন তাদের ঈমান দূর্বল হওয়া আরম্ভ হয়ে যায়, অতঃপর তারা মদীনা মনোওয়ারাতে পৌঁছে তখন মদীনা মনোওয়ার আবহাওয়া এমন অনন্য, এমন ঈমান উদ্দীপক যে, এর বরকতে ঈমান আবার সতেজ হয়ে যায়