Book Name:Shoq e Madina
মাযার মোবারকে তাশরীফ নিয়েছেন, এখনও জীবিত রয়েছেন, দয়াও করেন, গুনাগারদের ক্ষমাও করান এবং সংশোধনও করেন।
جَآءُوۡکَ শুনে এসেছি
প্রিয় ইসলামী ভাইয়েরা! আফসোস! শত কোটি আফসোস! আমাদেরও সুযোগ লাভ হতো, আমরাও মদীনা মনোওয়ারায় উপস্থিত হতে পারতাম, সবুজ গম্বুজের ছায়া তলে সোনালী জালীর সামনে মাথা ঝুঁকিয়ে, হাত বেঁধে, প্রিয় নবীর দরবারে শাফায়াতের ভিক্ষা চাইতে পারতাম। আমরা আরয করতাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! গুনাহে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ডুবে রয়েছি, আপনার গোলাম দরবারে হাযির হয়েছে, ক্ষমা প্রার্থনার ভিক্ষা চাই।
اَسْئَلُکَ الشَّفَاعَۃَ یَا رَسُوْلَ اﷲ
ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার শাফায়াতের ভিখারী
اَسْئَلُکَ الشَّفَاعَۃَ یَا رَسُوْلَ اﷲ
ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার শাফায়াতের ভিখারী
اَسْئَلُکَ الشَّفَاعَۃَ یَا رَسُوْلَ اﷲ
ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার শাফায়াতের ভিখারী
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মদীনা শরীফে হাযেরীর জন্য দ্রুত আসুন!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা যেই আয়াতে করীমা থেকে দুটি ঘটনা শ্রবণ করলাম যে, আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন:
وَ لَوۡ اَنَّہُمۡ اِذۡ ظَّلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ جَآءُوۡکَ فَاسۡتَغۡفَرُوا اللّٰہَ وَ اسۡتَغۡفَرَ لَہُمُ الرَّسُوۡلُ لَوَجَدُوا اللّٰہَ تَوَّابًا رَّحِیۡمًا (۶۴)
(পারা ৫, সূরা নিসা, আয়াত ৬৪)