Shoq e Madina

Book Name:Shoq e Madina

হয়েছে * আরাফাতের ময়দানে মুযদালিফায় অবস্থান করছে, এসমস্ত সৌভাগ্য অর্জন করার পর আশিকানে রাসূলগণ অন্তরে রাসূলের ভালোবাসার প্রদীপ দ্বারা আলোকিত হয় * চোখে অশ্রু নিয়ে * কান্না করে, কাঁপতে থাকে * খুশিতে দুলতে দুলতে আপন প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান দরবারে নূরানী রওযায় উপস্থিত হয়, তারা কেমন সৌভাগ্যবান লোক, যাদেরকে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন দরবারে উপস্থিত হওয়ার অনুমতি দান করেছেন, হায়!... দিন যদি আসতো, আমরা গুনাহগারদের এই সৌভাগ্য নসীব হতো, মদীনা থেকে ডাক আসতো আর আমরা গুনাহগাররাও মদীনা মনোওয়ারায় যাওয়ার সৌভাগ্য নসীব হয়ে যেতো

    আশেকে মদীনা, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে এভাবে প্রার্থনা পেশ করেন

বুলালো ফির মুঝে এ্যায় শাহে বাহরু বার মাদীনে মে

মে ফির রুতা হুয়া আও তেরে দরপর মাদীনে মে

সালামে শওক কেহনা হাজীয়ো! মেরা ভি রু রু কর

তোমহী আয়ে নযর জব রওযায়ে আনোওয়ার মদীনে মে

ওয়াহা এক সাস মিল জায়ে এ্যায়হি হে যিস্ত কা হাসিল

ওহ কিসমত কা ধানি হে জু গিয়া দম ভর মাদীনে মে

(ওয়াসায়িলে বখশিশ, ২৮০-২৮২)

    আল্লাহ পাকে দয়ায় আমাদেরও যোনো এই সৌভাগ্য লাভ হয়, মদীনায় উপস্থিত হওয়ার অনুমতি যেন পাই আর মদীনা পাকে উপস্থিত হয়ে শাফায়াতের প্রার্থনা যদি নসীব হয়ে যায়, বিশ্বাস করুন! মদীনা মনোওয়ারার উপস্থিতি অনেক বড় নেয়ামত