Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

বিভিন্ন সময়ে "বাণিজ্যিক কোর্সের" আয়োজন করা হয়, মাদানী চ্যানেলে যথারীতি "বাণিজ্যিক বিধানাবলী" নামক বয়ানেরও ব্যবস্থা রয়েছে, বড় বড় মার্কেট শপিংমল ইত্যাদিতে মাদ্রাসাতুল-মদিনা বালেগানেরও আয়োজন করা হয়, মিল ফ্যাক্টরীর মালিকদের মধ্যে দাওয়াতে-ইসলামীর শুভাকাঙ্ক্ষীদের মাদানী কাফিলায় সফর করতে উৎসাহ প্রদান করার পাশাপাশি তাদের অধীনে কর্মরত কর্মচারীদেরকেও প্রতি মাসে মাদানী কাফিলায় সফর করতে উৎসাহিত করা হয়কারখানা/ ফ্যাক্টরীতে মসজিদ/ নামাজের স্থানের ব্যবস্থা করা হয়, এই আশিকানে রাসূলগণ নিয়মিত নামাজ আদায় করতে পারেন

    রমযান মাসে ফ্যাক্টরী, কারখানার মসজিদ/ নামাজের স্থানে তারাবীর নামাজেরও আয়োজন করা হয়, ব্যবসায়ীদের মাসিক ফয়যানে-মদীনা অধ্যয়নের পাশাপাশি এর বার্ষিক বুকিংয়ের প্রতিও উৎসাহিত করা হয়ব্যবসায়ীদেরকে দারুল ইফতা আহলে সুন্নাতের সাথে সম্পৃক্ত থাকার মনমানসিকতা দেওয়া হয়ব্যবসায়ীদেরকে মার্কেট, শপিং মল ইত্যাদিতে খন্ডকালীন ফয়যানে-নামাজ কোর্স করার প্রতিও উৎসাহিত করা হয়, যাতে তারা তাদের কাজকর্ম সময়ের সুবিধা অনুযায়ী ফয়জানে-নামাজ কোর্স করে তাদের নামাজ সংশোধনের সৌভাগ্য অর্জন করতে পারেমোটকথা, বাণিজ্যকে প্রকৃত অর্থে ইসলামী নিয়মতান্ত্রিক স্থিতিশীল শক্তিশালী করার লক্ষ্যে দাওয়াতে ইসলামীর এই বিভাগ সদা সচেষ্ট

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের পরিশেষে কয়েকটি সুন্নাতের ফযীলত এবং জীবনের কিছু শিষ্টাচার বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছিপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর