Book Name:Shan e Ameer Hamza
اَلْحَمْدُ لِلّٰه! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে দেখা গেছে যে, তিনি হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর মাযার মোবারকের পবিত্র মাটি শলার মাধ্যমে তাঁর চোখে লাগান।
আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان দের প্রেম ও আদব নসীব করুন। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ হলেন সায়্যিদুশ-শুহাদা (অর্থাৎ শহীদদের সর্দার), তিনি উহুদ যুদ্ধে শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন।
ওহুদ যুদ্ধে শহীদদের শানে আল্লাহ পাক ইরশাদ করেন:
فَرِحِیۡنَ بِمَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ۙ وَ یَسۡتَبۡشِرُوۡنَ بِالَّذِیۡنَ لَمۡ یَلۡحَقُوۡا بِہِمۡ مِّنۡ خَلۡفِہِمۡ ۙ اَلَّا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَ لَا ہُمۡ یَحۡزَنُوۡنَ (۱۷۰)ۘ
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৭০)
কানযুল ঈমান থেকে অনুবাদ: (তারা) খুশি এরই উপর, যা আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহক্রমে দান করেছেন, এবং আনন্দ উদযাপন করেছে তাদের পরবর্তীদের জন্য, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, এ কারণে যে, তাদের না কোন আশঙ্কা আছে না কোন দুঃখ।
উক্ত আয়াতের টীকায় তাফসীরে সিরাতুল-জিনানে রয়েছে: উক্ত আয়াতে শহীদদের সম্পর্কে বলা হচ্ছে যে, আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহ ও করুণা দান করেছেন, তাদেরকে পুরস্কার ও অনুগ্রহ এবং সম্মান ও মর্যাদা দান করেছেন এবং মৃত্যুর পর একটি উচ্চ জীবন দান করেছেন, তিনি তাদেরকে তাঁর নৈকট্য দান করেছেন, তাদেরকে জান্নাতের রিযিক ও সর্বোচ্চ নেয়ামত দান করেছেন, তাদেরকে শাহাদাত বরণ করার সুযোগ দিয়েছেন, শহীদগণ এসব নেয়ামতের জন্য আনন্দ প্রকাশ করছেন।