Book Name:Shan e Ameer Hamza
জানা গেল: বাস্তব জীবন হলো হৃদয় জীবিত থাকা, যার অন্তরে ঈমানের নূর আছে সে জীবিত। আর যার অন্তরে এই নূর নেই তার হৃদয়ও মৃত, সে নিজেও জীবিত মানুষের আকৃতিতে মৃত।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখান থেকে জানা গেল, হৃদয় রক্ষা করা খুবই জরুরী, আজকাল মানুষ বাহ্যিক শরীরের যত্নে বেশি মনোযোগী, মানুষের শরীরে প্রতিদিন কতটুকু খাবার প্রয়োজন? কতটুকু ক্যালরি প্রয়োজন, শারীরিক দুর্বলতা থাকলে চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়, শরীর ফিট রাখার জন্য মানুষ ব্যায়ামও করে, আর শরীর ফিট রাখতে ওয়েট লিফটিং ও করে। নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখার চেষ্টা করা খারাপ নয়, তবে আমরা আমাদের হৃদয়ের ক্ষেত্রেও এই সব করি কি না সেটাও ভাবার বিষয়। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের হৃদয় সুস্থ আছে কি-না? আমরা অভ্যন্তরীণভাবে অসুস্থ কি-না? আমাদের অন্তরে হিংসা, অহংকার, বিদ্বেষের রোগের জন্ম নিয়েছে কি-না? দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দিকে সাধারণত মনোযোগ দেওয়া হয় না অথচ হৃদয় সজীবতার নামই বাস্তব জীবন।
মানুষ হলো ২টি জিনিসের সমন্বয়ের নাম
মনে রাখবেন! মানুষ দুটি জিনিসের সমন্বয়ের নাম: (১) শরীর, (২) আত্মা। কেবল আত্মা থাকলে শরীর না থাকলে তাকে মানুষ বলে না, তদ্রূপ শুধু শরীর থাকলে, আত্মা না থাকলে তাকেও মৃতদেহ বলে। জানা গেল, মানুষ হলো দেহ এবং আত্মার সমন্বয়। তাই আমরা যদি নিজের মনুষ্যত্ব বহাল রাখতে চাই তবে আমাদের দেহের যত্নের তুলনায় কয়েক গুণ বেশি আমাদের আত্মার ব্যাপারে সচেষ্ট ও যত্নবান হতে হবে। যদি তার বাহ্যিক