Book Name:Shan e Ameer Hamza
উক্ত আয়াতে রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়স্বজনের সাথে ভালোবাসার নির্দেশ দেওয়া হয়েছে। আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ ও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়, বরং আমীরে হামযা رَضِیَ اللهُ عَنْہُ তো কয়েক দিক থেকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়: (১) তিনি হলেন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চাচা (২) হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর মাতা উম্মে মুস্তাফা সায়্যিদাহ আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর চাচাতো বোন, এদিক দিয়ে হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খালাতো ভাই ছিলেন (৩) হযরত আমীর হামজা رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুধ ভাইও কেননা হযরত সোয়াইবা ও হযরত হালিমা সাদিয়া رَضِیَ اللهُ عَنْہُمَا হলেন হুজুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুধ মা, হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ ও তাদের দুধ পান করেছেন। (উসদুল গাবা, ২/৬৭)
এভাবে হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ ৩ দিক দিয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আত্মীয়। সুতরাং তাঁকে ভালোবাসাও প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক।
হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ শিকারের শৌখিন ছিলেন। একবার তিনি শিকারের উদ্দেশ্যে বনে গিয়েছিলেন, সেদিন আবু জাহেল প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে খুবই বেয়াদবি করল এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অসদাচরণ করল। হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ শিকার থেকে ফিরে আসলে তাকে এ ব্যাপারটি জানানো হয়, তিনি رَضِیَ اللهُ عَنْہُ একথা শুনে বিচলিত হয়ে উঠেন এবং আবু জাহেলকে মারতে শুরু করেন। আবু জাহেল নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বলল, হে হামযা! তুমি কি দেখ না, মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কি ধরনের দ্বীন নিয়ে এসেছে? সে আমাদের দেবতাদের মন্দ বলে এবং আমাদের বাপ দাদাদেরকে