Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

    উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে জন লোক রয়েছে: () একজন সেই ব্যক্তি যার সাথে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি অবশ্যই জান্নাতে পৌঁছে যাবেনআর () অন্যজন সেই ব্যক্তি যাকে পার্থিব সম্পদ দেওয়া হয়েছিল, অতঃপর বিচার দিবসে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হবে, এতদ উভয় কি সমান হতে পারে? মোটেও সমান হতে পারে নামুফাসসীরগণ বলেন: উপরোক্ত আয়াতটি হযরত আমীর হামযা আবু জাহেল সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, উক্ত আয়াতে সে ব্যক্তি যাকে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এবং সে ব্যক্তি যাকে পার্থিব সম্পদ দিয়েছি কিন্তু কিয়ামতের দিন তাকে গ্রেফতার করে নিয়ে আসা হবে, এটা দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহেল(যাখায়িরুল উকবা, ৩০০ পৃষ্ঠা)

আল্লাহ ও রাসুলের সিংহ

    মু'জামে কবীরে রয়েছে: আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, সেই সত্তার শপৎ, যার কুদরতি হাতে আমার প্রাণ! নিশ্চয়ই, সপ্তম আসমানে লেখা আছে: حَمْزَةُ بْن عَبْدِ الْمُطَّلِبِ أَسَدُ اللهِ وَأَسَدُ رَسُوْلِهِ হামযা ইবনে আব্দুল-মুত্তালিব আল্লাহ তাঁর রাসূলের সিংহ

(মু'জামে কবীর, / ২৬৬, হাদীস: ২৮৮১)

হযরত হামজা জান্নাতে ঠেস লাগিয়ে রয়েছে

    হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا হতে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেনঃ আমি যখন রাতে জান্নাতে প্রবেশ করলাম তখন দেখলাম? হামজা رَضِیَ اللهُ عَنْہُ তার বন্ধুদের সাথে সেখানে উপস্থিত(ইসতিয়াব, /৩১৪)

 

    এক বর্ণনায় রয়েছে, ইরশাদ করেন: রাতে জান্নাতে প্রবেশ করলাম, তখন দেখলাম হযরত জাফর তৈয়্যার رَضِیَ اللهُ عَنْہُ