Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

(মাজমাউয যাওয়ায়িদ ১০/২৫১ হাদীস:১৭২৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বয়ান শুনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অসহায়কে সাহায্য সহযোগীতা

    আশেকে রাসুল হযরত আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: একদা প্রকট আকারে দুর্ভিক্ষ দেখা দিল এবং সেই দুর্ভিক্ষের সময় হজ্বের দিনও চলে আসলো(اَلْحَمْدُ لِلّٰه সেই দুর্ভিক্ষ আসা সত্ত্বেও আশেকে রাসূলগণ হজ্বের জন্য গমন করলেন, হযরত শেখ আহমদ বিন মুহাম্মদ দিমিয়াতি মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও মিসর থেকে দুটি উট ক্রয় করে তাঁর সম্মানিতা মাকে নিয়ে হজ্বের জন্য মক্কা শরীফে উপস্থিত হনহজ্বের যাবতীয় কার্যাদি সম্পন্ন করে রাসুলে কারীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর নিকট মদীনা শরীফে উপস্থিত হন, সেখানে গিয়ে তার উটটি মারা যায় এবং সফরের পাথেয় ও ফুরিয়ে যায়, ফলে তিনি খুবই পেরেশানগ্রস্ত হয়ে গেলেন যে, একদিকে তাঁর উটটি মারা গেছে, অপর দিকে