Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

ফেরেস্তাদের সাথে বাতাসে উড়ছেন আর হযরত হামজা رَضِیَ اللهُ عَنْہُ তখতে ঠেস লাগিয়ে উপবিষ্ট রয়েছে(মুসতাদরাক, / ২০১, হাদীস: ৪৯৪২)

জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام এর জিয়ারত:

    একদা সায়্যিদুশ-শুহাদা হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সমীপে আরজ করলেন, হে আল্লাহর নবী, আমি হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام  কে তাঁর আসল রূপে দেখতে চাইরাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: চাচাজান! আপনার সেই ক্ষমতা নেই, হযরত হামযা رَضِیَ اللهُ عَنْہُ প্রবল জেদ করলেন (অর্থাৎ তাকে বারংবার আরজ করতে থাকলেন যে, আমি তাকে দেখতে চাই)অতঃপর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশ্দা করলেন: মাটিতে বসে পড়ুন! হযরত আমীর হামযা বসে গেলেন, কিছুক্ষণ পর হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام কাবার ওপর অবতরণ করলে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, চাচাজান! উপরের দিকে তাকান! এবং দেখুন, হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ যখনই চোখ তুলে হযরত জিব্রাইল আমীন عَلَیْہِ السَّلَام -কে তাঁর আসল রূপে দেখলেন তখন নূরের ঝলক সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন(আত তাবকাতুল কুবরা, /)

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পছন্দনীয় নাম:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আঁকা ও মাওলা হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর চাচা হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ কে অনেক ভালোবাসতেনহযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ বলেন, একদা জনৈক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসুলাল্লাহ! আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম কী রাখা উচিত? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমি আমার চাচা হামযা বিন আব্দুল