Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

    হে আশিকানে রাসূল! হযরত সায়্যিদুনা ফকীহ আবুল লাইছ সমরকান্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আত্মীয়তার বন্ধন অটুট রাখার ১০টি উপকারিতা রয়েছে: () আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয়, () মানুষের খুশির কারণ হয়, () ফেরেশতারা খুশি হয়, () এই ব্যক্তি মুসলমানদের দ্বারা প্রশংসিত হয়, () শয়তান তার দ্বারা ক্ষুব্ধ হয়, () আয়ু বৃদ্ধি পায়, () জীবিকা বৃদ্ধি পায়, () মৃত পূর্বপুরুষরা খুশি হোন, () পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং (১০) মৃত্যুর পরে তার সাওয়াব বৃদ্ধি পায়, কারণ লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করে(তাম্বিহুল গাফেলিন, ৭৩ পৃষ্ঠা)

নেকীর প্রতি লোভের ফযীলত:

    (): প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَیْئًا وَلَوْ أَنْ تَلْقَی أَخَاکَ بِوَجْہٍ طَلْقٍ অর্থাৎ নেকীর কোন বিষয়কে তুচ্ছ মনে করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে তোমার উৎফুল্লতার সাথে সাক্ষাতই হোক না কেন(মুসলিম, ১০১৪ পৃষ্ঠা, হাদীস: ২৬২৬) () শেষ নবী: صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: : اِحْرِصْ عَلٰی مَایَنْفَعُکَ وَاسْتَعِنْ بِاللّٰہِ وَلَاتَعْجِزْ অর্থাৎ সেই জিনিসের প্রতি লালসা করো যা তোমাদের উপকারে আসবে এবং আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো অপারগ হয়ো না(মুসলিম, ১০২৭ পৃষ্ঠা, হাদীস নং ২৬৬৪)

    হে আশিকানে রাসূল! মুসলিম শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা শরফুদ্দিন নববী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত হাদীসে পাকের টিকায় বলেন: আল্লাহ পাকের ইবাদতে খুব আগ্রহী হও এবং তার বিনিময়ে পুরস্কারের আশা রাখো, কিন্তু এই ইবাদতেও নিজের প্রচেষ্টার ওপর নির্ভরশীল না হয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা কর(শরহে সহী মুসলিম লিননাবভী, /৫১২) হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উল্লেখিত হাদীসের টীকায় বলেন, লক্ষ্য রাখবেন, পার্থিব বিষয়ে ধৈর্য্য ও অল্প সন্তুষ্টি ভালো,