Book Name:Shan e Ameer Hamza
নির্বোধ বলে। হযরত আমীরে হামযা رَضِیَ اللهُ عَنْہُ তখনও ঈমান আনেননি, কিন্তু তখন হৃদয় ও মস্তিষ্কে তার ভাতিজা র্আৎ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালোবাসা বিরাজ করছিল, তিনি আবু জাহেলের কথা শুনে বললেন: তুমি আসলেই নির্বোধ, কেননা তুমি নিজের হাতে বানানো পাথরকে খোদা বলে বিশ্বাস কর। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর প্রকৃত রাসূল। (তাফসীরে কবীর, পারা ৮ সুরা আনআ'ম আয়াত ১২২, ৫/১৩৪) তখন হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর অন্তরে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি প্রবল ভালোবাসা ছিল, তাই তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। তিনি বলেন: পরবর্তীতে আমি এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়লাম, সারা রাত ভাবনায় কাটিয়ে দিলাম, সকাল বেলা হারামে কাবায় উপস্থিত হয়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের নিকট দোয়া করলাম যে, হে আল্লাহ! আমার বক্ষকে সত্যের জন্য উন্মুক্ত করুন এবং আমার হৃদয় থেকে সন্দেহ দূর করুন, আমি দোয়াটি শেষ করার পর্বেই আমার অন্তর থেকে সন্দেহ দূর হয়ে গেল এবং বিশ্বাস দৃঢ় হয়ে গেল। তারপর আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সান্নিধ্যে উপস্থিত হলাম এবং তাঁর নিকট আমার সমস্ত পরিস্থিতি তুলে ধরলাম, তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও আমার জন্য দোয়া করলেন। (আর রাওদুল আনিফ, ইসলামে হামজা, ২/৫১পৃষ্ঠা)
আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ ’র শানে আয়াত অবতীর্ণ হয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ ইসলামের অমূল্য সম্পদে সমৃদ্ধ হওয়ার পর তাঁর শানে এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল:
اَوَ مَنۡ کَانَ مَیۡتًا فَاَحۡیَیۡنٰہُ وَ جَعَلۡنَا لَہٗ نُوۡرًا یَّمۡشِیۡ بِہٖ فِی النَّاسِ کَمَنۡ مَّثَلُہٗ فِی الظُّلُمٰتِ لَیۡسَ بِخَارِجٍ مِّنۡہَا ؕ
(পারা: ৮ সূরা আনআ'ম: ১২২)