Book Name:Shan e Ameer Hamza
عَنْہُ মাযারে জীবিত থাকার বিষয়টি তো পবিত্র কুরআনে বিশেষভাবে বর্ণিত হয়েছে,
জ্বী হ্যাঁ! হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ উহুদের যুদ্ধে শহীদ হন আর উহুদ যুদ্ধে শহীদগণ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتًا ؕ بَلۡ اَحۡیَآءٌ عِنۡدَ رَبِّہِمۡ یُرۡزَقُوۡنَ (۱۶۹)ۙ
(পারা ৪ সূরা আলে ইমরান, আয়াত ১৬৯)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, কখনো তাদেরকে মৃত বলে ধারণা করো না। বরং তাঁরা তাঁদের প্রতিপালকের নিকট জীবিত রয়েছে, জীবিকা পায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি:
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ হলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় চাচা। তিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভ জন্মের দুবছর পূর্বে পৃথিবীতে আগমন করেন, তাঁর ৪টি প্রসিদ্ধ উপাধি রয়েছে: (১) আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ, (২) আসাদুর রাসুল অর্থাৎ প্রিয় নবী (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর সিংহ, (৩) ফায়েল-উল-খাইরাত অর্থাৎ অধিক সৎ কাজ সম্পাদনকারী, (৪) সায়্যিদুস শুহাদা।
(শরহে যুরকানি মাওয়াহিবুল লাদুনিয়া ৪/ ৪৭০। উসদুল গাবা ২ /৬৭)
হযরত আমীর হামযার সাথে ভালোবাসার নির্দেশ:
আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:
قُلۡ لَّاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ اَجۡرًا اِلَّا الۡمَوَدَّۃَ فِی الۡقُرۡبٰی ؕ
(পারা: ২৫, সূরা: শূরা, আয়াত ২৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন: আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোন পারিশ্রমিক চায় না, কিন্তু নিকটাত্মীতার ভালোবাসা।