Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর ২টি মহৎ গুণ:

    হে আশিকানে রাসূল! উপরোক্ত হাদীসে আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর দুটি বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন: () وُصُولُ الرَحْم (অধিক পরিমাণে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, () فُعُولُ الْخَیْرات অধিক সৎকর্মশীল)হায়! আমরাও যদি এই দুটি গুণের অধিকারী হতাম, এবং হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর ফয়েজ লাভ করতে পারতাম

আত্মীয়তার বন্ধন রক্ষা করার ফযীলত:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আত্মীয়তার বন্ধন রক্ষা করা সম্পর্কে টি বরকতময় হাদীস শুনুন () প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এটি পছন্দ করে যে, তার জীবন জীবিকা বৃদ্ধি পাক তাহলে তার উচিত নিজ পিতা-মাতার সাথে সদাচরণ করা এবং আত্মীয়-স্বজনদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা(আত তারগীব ওয়াত তারহীব, ৮০১ পৃষ্ঠা, হাদীস: ১৬) () তাবরানী আওসাতের মধ্যে হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণনা করেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র ঘর থেকে বের হলেন, আমরা একসাথে বসা ছিলাম, তিনি আমাদের দেখলেন এবং ইরশাদ করলেন: হে মুসলমানগণ, আল্লাহকে ভয় কর এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখো, কারণ আত্মীয়তার বন্ধন অটুট রাখার প্রতিদান খুব শীঘ্রই পাওয়া যায়(মু'জামুল আওসাত /১৮৭ পৃষ্ঠা হাদীস: ৫৬৬৪) () বাযযার হাকিমের বর্ণনা হলো, যে ব্যক্তি কামনা করে যে, তার দীর্ঘায়ু হোক, জীবিকা প্রশস্ত হোক, এবং অপমৃত্যু থেকে বেঁচে থাকুক, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে(মুস্তাদরাক, /২২২, হাদীস: ৭৩৬২)