Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

শরীর শক্তিশালী থাকে কিন্তু অভ্যন্তরীণ বিবেক মারা যায় তবে মানুষ আর মানুষ থাকে না, সে হয়ে যায় হিংস্রপশুআর আত্মা শক্তিশালী হলে, আর বাহ্যিক শরীর দুর্বল হলেও মানুষের মধ্যে মানবতা বহাল থাকেএজন্য আমাদের উচিত, নিজেদের হৃদয়কে পুনরুজ্জীবিত করার ব্যাপারে চিন্তা-ভাবনা করা এবং আমাদের অন্তরকে অভ্যন্তরীণ রোগ (যেমন হিংসা, অহংকার, দীর্ঘ আকাঙ্ক্ষা ইত্যাদি) থেকে রক্ষা করা

    মাকতাবাতুল মদীনার একটি খুব সুন্দর কিতাব রয়েছে: “অভ্যন্তরীণ রোগের তথ্যএই কিতাবটি কিনুন, পড়ুন, اِنْ شَآءَ الله! অভ্যন্তরীণ রোগ সম্পর্কে তথ্য অর্জিত হবেউক্ত কিতাবটিতে অভ্যন্তরীণ রোগের নাম, সেগুলোর সংজ্ঞা, সেগুলো সম্পর্কিত কুরআনের আয়াত, এসব রোগ সংক্রান্ত হাদীস এবং এসব রোগের প্রতিকারও উল্লেখ রয়েছেআল্লাহ পাক আমাদের সবাইকে অভ্যন্তরীণ বাহ্যিক রোগ থেকে রক্ষা করুন

 اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ গুণাবলী

    আল্লাহ পাক উত্তম প্রতিশ্রুতি দিয়েছেনপারা ২০, সূরা কাসাস, আয়াত নং ৬১ তে আল্লাহ পাক ইরশাদ করেন:

اَفَمَنۡ وَّعَدۡنٰہُ وَعۡدًا حَسَنًا فَہُوَ لَاقِیۡہِ کَمَنۡ مَّتَّعۡنٰہُ مَتَاعَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ثُمَّ ہُوَ یَوۡمَ الۡقِیٰمَۃِ مِنَ الۡمُحۡضَرِیۡنَ (۶۱)

(পারা: ২০, সূরা: কাসাস, আয়াত: ৬১)

কানযুল ঈমান থেকে অনুবাদ: তবে কি ব্যক্তি, যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, অতঃপর সে সেটার সাক্ষাত পাবে ব্যাক্তির ন্যায়, যাকে আমি পার্থিব জীবনের ভোগ সামগ্রী ভোগ করতে দিয়েছি, অতঃপর তাকে কিয়ামতের দিনে গ্রেফতার করে হাযির করা হবে