Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

    আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রিয় নবীর দরবারে মদীনায় মৃত্যুবরণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ কিছুটা এভাবে করেন,

দে দে মরনে কি মদীনে মে সা'আদাত দেদে

কিস তারাহ সিন্দ কে জঙ্গল মে মরুঙ্গা ইয়া রব

মুজ গুনাগার পে গার খাস করম হো জায়ে

জামে তায়বা মে শাহাদাত কা পিউঙ্গা ইয়া রব

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বিভাগ:

    اَلْحَمْدُ لِلّٰه জামাত সহকারে নামাজের গুরুত্ব শেখাতে, সুন্নাতের প্রশিক্ষণ এবং নেকীর দাওয়াত প্রচার করার জন্য দাওয়াতে ইসলামী ৮০টিরও বেশি বিভাগে দ্বীনের কাজ করে যাচ্ছেতন্মধ্যে একটি বিভাগ হলো "ব্যবসায়ীদের সাথে যোগাযোগ"বাণিজ্য এমন একটি খাত যা প্রতিটি দেশের মেরুদণ্ডের ভূমিকা পালন করে বরং অনেক দেশের জীবন যাপন কেবল বাণিজ্যের উপর নির্ভরশীল, কিন্তু দুর্ভাগ্যবশত ধর্মীয় জ্ঞান থেকে দূরত্বের কারণে, আজ মুসলমানদের একটি সংখ্যা বাণিজ্যের ইসলামী সোনালী নিয়ম অনুসরণ হতে অনেক দূরেতাই আশিকানে-রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে-ইসলামীর অধীনে "ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বিভাগ" নামে একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়

    উক্ত বিভাগের কাজ হল, ব্যবসা-বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট লোকদেরকে ইসলামী প্রশিক্ষণ দ্বারা আলোকিত করা, আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর নেকীর দাওয়াতে সারা জাগরণের বার্তা ব্যাপক করা এবং তাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করে মাদানী উদ্দেশ্য এবং বাজার সমূহে দ্বীনি পরিবেশ সৃষ্টি করতে মসজিদ অথবা যেকোনো সুবিধাজনক স্থানে ফয়যানে সুন্নাতের দরস ইত্যাদি দেয়ার আয়োজন করাযাকে চৌক দরস বলা হয়চৌক দরস ছাড়াও