Book Name:Shan e Ameer Hamza
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যে ব্যাক্তি মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তার জন্য একটা আলো সৃষ্টি করেছি, যার দ্বারা সে লোকদের মাঝে চলাচল করে, সে কি ঐ ব্যাক্তির ন্যায় হয়ে যাবে যে অন্ধকার রাজিতে রয়েছে এবং তা থেকে কখনো বের হবার নয়?
(তাফসীরে কবীর, পারা ৮ সুরা আনআ'ম আয়াত ১২২, ৫/১৩৪ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! উক্ত আয়াতে জীবনের অদ্ভুত দর্শন বর্ণনা করা হয়েছে, সাধারণত নড়াচড়াকে বলা হয় জীবন, যার শ্বাস-প্রশ্বাস চলমান, যে কথা বলতে পারে, শুনতে পায়, চলাফেরা করতে পারে সেটাকেই জীবন বলা হয়। কিন্তু এখানে পবিত্র কোরআন জীবনের আরেকটি মর্মার্থ বর্ণনা করেছে, দেখুন! হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ পৃথিবীতে আগমনের ৪০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তিনি চলাফেরা ও করতেন, পানাহারও করতেন শিকারও করতেন এতদসত্ত্বেও আল্লাহ পাক ইরশাদ করেন:
کَانَ مَیۡتًا
কানযুল ঈমান থেকে অনুবাদ: যে ব্যক্তি মৃত ছিল।
অতঃপর যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তার অন্তর ঈমানের আলোয় আলোকিত হলো, তখন আল্লাহ পাক ইরশাদ করেন:
فَاَحۡیَیۡنٰہُ
কানযুল ঈমান থেকে অনুবাদ: আমি তাকে জীবিত করেছি।