Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

কিন্তু আখেরাতের বিষয়ে লোভ অধৈর্য উত্তমদ্বীনের কোন পর্যায়ে পৌঁছে অল্পতুষ্ট হয়ো না বরং সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা কর(মিরাতুল মানাজিহ, /২১১) আল্লাহ পাক আমাদেরকে নেকীর লোভী বানিয়ে দিক

জানাযার নামাজ ও দাফন কার্য:

    উহুদ যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর জানাযার নামায আদায় করা হয়েছেঅতঃপর এক একজন করে শহীদদেরকে আনা হতো এবং আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর পাশে রেখে তার জানাযার নামাজ আদায় করা হতো(তাবকাতুল কুবরা, /) কতিপয় বর্ণনায় রয়েছে, ১০-১০ জন করে শহীদদের জানাযার নামাজ আদায় করা হয় এবং সেই ১০ জনের মধ্যে প্রত্যেকবার হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ শামিল ছিলেন(সুনানে কুবরা লীল বাইহাকি, /১৫৭, হাদীস নং ৬৮০৪)

ফেরেশতারা গোসল দেন:

    হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ কে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক হযরত আলী মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُمْ কবরে রাখেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কবরের পাশে উপস্থিত ছিলেন, তিনি ইরশাদ করেন: আমি দেখেছি ফেরেস্তারা হযরত হামযা رَضِیَ اللهُ عَنْہُ কে গোসল দিচ্ছে

(তাবকাতুল কুবরা, /)

মাযার মোবারক:

    হযরত আমীর হামযা رَضِیَ اللهُ عَنْہُ এর মাযার মোবারক মদীনা শরীফের জাবালে উহুদের নিকট অবস্থিততাঁর পবিত্র মাযারে দোয়া কবুল হয় এবং উদ্দেশ্য পূর্ণ হয়, اَلْحَمْدُ لِلّٰه! আশেকানে রাসুলগণ তার পবিত্র মাযার জিয়ারত করেন এবং অনেক দোয়া করেন আর তাদের মনোবাসনা পূর্ণ হয়