Shan e Ameer Hamza

Book Name:Shan e Ameer Hamza

যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে(মিশকাত, /৫৫ পৃষ্ঠা হাদীস ১৭৫)

সিনা তেরি সুন্নত কা মদিনা বনে আঁকা

জান্নাত মে পড়োছি মুঝে তুম আপনা বানানা

ডান হাতে লেনদেন করার মাদানী ফুল:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ডান হাতে লেনদেন করার কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি, প্রথমে একটি ফরমানে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শুনুন: তিনি বলেন: তোমাদের প্রত্যেকে ডান হাতে খাবে, ডান হাতে পান করবে এবং ডান হাতে নিবে এবং ডান হাতে দিবে, কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে নেয়(ইবনে মাজাহ, /১২ পৃষ্ঠা, হাদীস ৩২৬৬) ডান পাশে ভাল লক্ষণ, কেননা এটি জান্নাতবাসীদের দিক(ফয়জুল-কাদির, অধ্যায় /২৬৩, হাদীস (২৯৯৫) ডান হাতে পানাহার করা সুন্নত(আদাবে তোয়াম, ১৩০ পৃষ্ঠা) নেকী লেখক ফেরেশতা ডান দিকেই থাকেন এজন্য ডান দিকটাই উত্তম(মিরাতুল মানাজিহ /২৮৭) মাওলানা সরদার আহমদ কাদেরী চিশতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, লেনদেনের সময় ডান হাত ব্যবহার কর, এই অভ্যাসটি যেন এমন দৃঢ় হয়ে যায় যে, কেয়ামতের দিন যখন আমল পেশ করা হবে, তখন যেন অভ্যাস অনুযায়ী ডান হাত এগিয়ে যায়, তাহলে তো সফল হয়ে যাবে(হায়াতে মুহাদ্দিসে আজম, ৩৭৪ পৃষ্ঠা)

ঘোষণা

    ইলমে দ্বীন শিখার বাকী মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেই মাদানী ফুল সমূহ জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد