Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

জন্য সমস্ত জল স্থল, এমনকি সমুদ্রের মাছ, স্থলভাগের প্রাণী সবাই মাগফিরাতের দোয়া করে * ইলম হৃদয়ের জীবন * ইলম অন্ধকারে চোখের আলো * ইলমের মাধ্যমে বান্দা আউলিয়ায়ে কিরামের মর্যাদায় স্থলাভিষিক্ত হয় * ইলম হলো আমলের ইমাম * আমল ইলমের অনুসারী * সৌভাগ্যবানদের অন্তরে ইলম প্রবেশ করিয়ে দেয়া হয় * অন্যদিকে দূর্ভাগাদের ইলম থেকে বঞ্চিত করা হয় (আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুল ইলম, ৪২-৪৩ পৃষ্ঠা, হাদীস )

(৬) আলিমদের জন্য রিযিকের অদৃশ্য ব্যবস্থা

    আমাদের প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, যে বান্দা দ্বীনের বোধ উপলব্ধি অর্জন করে, তার দুঃখ দুর্দশার জন্য আল্লাহ পাক যথেষ্ট এবং তাকে এমন জায়গা থেকে রিযিক দান করেন, যার সম্পর্কে তার ধারণাও নাই (জামে বয়ানুল ইলমি ওয়া ফাদ্বলিহী, , /১৯৯, হাদীস ২১৬)

    سُبْحٰنَ الله!! হে আশিকানে রাসূল! আমাদের উচিৎ যেনো আমরা সাহস করি আমাদের নফস অলসতা করে, শয়তান কুমন্ত্রণা দেয়, এই দুটি আমাদের শত্রু, এদের কথা শুনবেন না প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইরশাদের প্রতি মনযোগ দিন, ইলমে দ্বীন শেখায় লিপ্ত হয়ে যান দুঃখ আসবে, বিপদ আসবে ত্যাগও স্বীকার করতে হতে পারে কিন্তু এটা কোনো ব্যাপার না اِنْ شَآءَ الله আল্লাহ পাক এসব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ দান করবেন এবং রিযিকের ব্যবস্থাও এমন জায়গা থেকে করে দেবেন যে জায়গার ব্যাপারে আমরা কল্পনা ধারণা করতে পারবো না

তৎকালীন বিচারক দ্বীনি শিক্ষার্থীদের থেকে ক্ষমা চাইলেন

    হযরত আবুল হাসান ফক্বীহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমরা প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত হাসান বিন সুফিয়ান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খিদমতে হাজির