Book Name:Ilm e Deen Kay Fazail
সাথে ইসলামী আচরণ বিধি ও ইসলামী বহির্সজ্জা (যেমন, দাঁড়ি ইত্যাদি) বজায় রাখা, এই শর্তাবলী পাওয়া গেলে জায়িয দুনিয়াবী জ্ঞান শিখা বৈধ।
(১) আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন
আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, ইরশাদ করেন, مَنْ یُرِدِ اللهُ بِہٖ خَیْراً یُّفَقِّہْہُ فِی الدِّیْن অর্থাৎ আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে দ্বীনের বুঝশক্তি, উপলব্ধি দান করেন।
(বুখারী, কিতাবুল ইলম, ৯২ পৃষ্ঠা, হাদীস ৭১)
হযরত কাসীর বিন কাইস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি দামেশকের মসজিদে সাহাবীয়ে রাসূল হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ এর সমীপে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর নিকট এক ব্যক্তি এলো, সে বললো: হে আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ আমি জানতে পেরেছি যে, আপনি প্রিয় নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি হাদীস বর্ণনা করেন। আমি সেই হাদীসটি শুনার জন্য মদীনা মুনাওয়ারা থেকে এসেছি। হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন, তুমি কি ব্যবসার জন্য আসো নি? সে বললো, না। তিনি বললেন, ব্যবসা ছাড়া (দামেশকে) অন্য কোনো কাজ আছে, যার জন্য তুমি এসেছো? সে বললো, না। (আমি তো শুধু হাদীসে রাসূল শুনার জন্য এতদূর থেকে উপস্থিত হয়েছি, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই।) তা শুনে হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ ইলমে দ্বীন অর্জনের ফযীলত সম্বলিত বয়ান করতে গিয়ে বলেন, আমি আল্লাহ এর সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বলতে শুনেছি, * যে ইলমে (দ্বীন) শিখার জন্য কোনো পথে চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। * নিশ্চয়ই ফিরিশতারা (দ্বীনি) শিক্ষার্থীর প্রতি সন্তুষ্ট হয়ে