Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

হিসাব পেশ হয় কেউ বলে- সে এতো জনকে মদ পান করিয়েছে, কেউ বলে- সে এতোজনকে কুকর্ম করিয়েছে (শয়তান) সবার কথা শোনে কেউ বললো, আমি অমুক (দ্বীনী) শিক্ষার্থীকে পড়াশোনা থেকে বিরত রেখেছি (শয়তান তা) শুনতেই আসন থেকে লাফিয়ে উঠলো এবং তাকে জড়িয়ে ধরলো এবং বললো اَنْتَ اَنْتَ (অর্থাৎ) তুমি (অসাধারণ) কাজ করেছো বাকি শয়তানরা এই অবস্থা দেখে হিংসায় জ্বলতে লাগলো যে, তারা এতো বড় বড় কাজ করলো, তাদেরকে কিছু বললো না অথচ এই (শয়তানের শিষ্য) কে (দ্বীনি শিক্ষার্থীকে শুধু একদিন পড়া থেকে বিরত রাখায়) এতো বাহবা দিলো ইবলিস বললো, তোমরা জানো না, যা কিছু তোমরা করেছো সবকিছু এরই (ইলমে দ্বীন পড়া থেকে বাধাদানকারীর) অনুগ্রহ যদি (দ্বীনি) ইলম থাকতো, তাহলে (তারা) গুনাহ করতো না (মলফুযাতে আলা হযরত ৩৫৬)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বোঝা গেলো শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য হলো মুসলমানদের ইলমে দ্বীন থেকে বিরত রাখা যদি মুসলমান ইলমে দ্বীন শেখা থেকে বিরত থাকে, তাহলে তার গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কষ্টকর হবে তাই আমাদের উচিৎ ইলমে দ্বীন অর্জন করা এতে কোনো প্রকার অলসতা না করা আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীমের প্রতি ভালোবাসা আগ্রহ দান করুক اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

দাওয়াতে ইসলামী এবং ইলমে দ্বীনের প্রসার

    اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ইলমে দ্বীনের আলো সারা বিশ্বে পৌঁছে দেয়ার চেষ্টারত রয়েছে

    দা’ওয়াতে ইসলামীর অধীনে হাজারো জামিয়াতুল মদীনা চলমান যেখানে ইসলামী ভাই ও ইসলামী বোনদের আলাদা ক্যাম্পাসে দরসে নিযামী (আলিম ও আলিমা কোর্স) করানো হয়।