Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

তার জন্য নিজেদের পাখা বিছিয়ে দেয় * নিশ্চয়ই জমিন আসমানের সমস্ত সৃষ্টি, এমনকি পানিতে থাকা মাছও (দ্বীনী) শিক্ষার্থীদের জন্য মাগফিরাতের দোয়া করে * নিশ্চয়ই ইবাদতকারীর উপর একজন আলিমের শ্রেষ্ঠত্ব এমন, যেমন পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব অন্য তারকাদের উপর * নিশ্চয়ই আলিমগণ নবীদের উত্তরসূরী নিশ্চয়ই আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِمُ السَّلَام উত্তরাধিকার হিসেবে দিরহাম দিনার (অর্থ সম্পদ) রেখে যান নি, আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِمُ السَّلَام তো উত্তরাধিকার হিসেবে শুধু ইলম রেখে গিয়েছেন অতঃপর যে ইলমে (দ্বীন) অর্জন করেছে, সে বড় অংশ অর্জন করেছে (ইবনে মাযাহ, ৪৯ পৃষ্ঠা হাদীস ২২৩)

ইলমে দ্বীনের চেয়ে বড় কোনো শ্রেষ্ঠত্ব নেই

    سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! দ্বীনী শিক্ষার্থীদের কতোইনা উঁচ্চ মর্যাদা! দ্বীনী শিক্ষার্থীদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়া হয়, দ্বীনী শিক্ষার্থীদের জন্য ফিরিশতারা পাখা বিছিয়ে দেয়, দ্বীনী শিক্ষার্থীদের জন্য আসমান জমিনের সমস্ত সৃষ্টি, ফিরিশতা, বৃক্ষ, পাথর, পশু পাখি, দোয়া করে করে থাকে অধিকতর গুরুত্বপূর্ণ ফযীলত হলো, ওলামায়ে দ্বীন আম্বিয়ায়ে কিরাম এর উত্তরসূরী হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মাদ বিন মুহাম্মাদ গাযালী বলেন, যেভাবে নবুয়তের চেয়ে বড় কোনো মর্যাদা নেই, তেমনি নবুয়তের উত্তরাধিকার (অর্থাৎ দ্বীনি ইলম) এর চেয়ে বড় কোনো বিশেষত্ব নেই (ইহয়াউল উলুম অনুদিত /৪৫)

(৩) ওলামাদের শ্রেষ্ঠত্ব এমন যেমন ...!!

    তিরমিযি শরীফে হাদীসটি বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা বাহিলী رَضِیَ اللهُ عَنْہُ বলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে