Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, জ্ঞান হলো সাফল্যের ভিত্তি এবং দ্বীনের কুতুব বা রক্ষক

জ্ঞান (ইলম) হলো জীবন এবং অজ্ঞতা হলো মৃত্যু

    আলা হযরতের পিতা মাওলানা নকী আলী খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দুনিয়া আখিরাতে কোনো পূর্ণতা ইলমে দ্বীন ব্যতীত অর্জন করা যায় না এমনকি ইলমে দ্বীন ছাড়া ঈমানও অসম্পূর্ণ থাকে তাই ওলামাগণ বলেন: اَلْعِلْمُ بَابُ اللهِ الْاَقْرَب অর্থাৎ জ্ঞান হলো আল্লাহ পাক এর দরবার পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে নিকটতম দরজা وَالْجَہْلُ اَعْظَمُ حِجَاب بَیْنَکَ وَ بَیْنَ الله এবং অজ্ঞতা হলো তোমাদের আল্লাহ পাক এর মাঝে সবচেয়ে বড় হিজাব (পর্দা) ।

 

    মাওলানা নকী আলী খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন, ইলম (জ্ঞান) হলো জীবন এবং জাহালত (অজ্ঞতা) হলো মৃত্যু (ফয়যানে ইলম উলামা , - পৃষ্ঠা)

    আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জনের আকাঙ্ক্ষা নসীব করুক আসুন ইলমে দ্বীনের ফযীলত সম্বলিত কিছু হাদীস শরীফ শুনার সৌভাগ্য অর্জন করি

(১) এমন একটা সময় আসবে...!!

    হযরত হাকীম বিন হিযাম رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবী করীম রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিঃসন্দেহে তোমাদের মাঝে এমন একটা যুগ আসবে যখন ওলামা বেশি হবে এবং খুৎবা (অর্থাৎ বানোয়াট কিচ্ছা কাহিনী বর্ণনাকারী) কম, দানশীল বেশি এবং গ্রহীতা কম হবে, সেই যুগের আমল জ্ঞানের চেয়ে উত্তম অতি সত্বর এমন যুগ আসবে, যখন ওলামা কম এবং খুৎবা (অর্থাৎ বানোয়াট কিচ্ছা কাহিনী বর্ণনাকারী) বেশি হবে দানশীল কম এবং গ্রহীতা বেশি হবে সে যুগে জ্ঞান শেখা আমল করার চেয়ে উত্তম হবে (মুজামু কবীর, / ৩০৬, হাদীস: ৩০৪১)