Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

(২) ইলমে দ্বীন শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ

    সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আমাদের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: طَلَبُ الْعِلْمِ فَرِیْضَةٌ عَلیٰ کُلِّ مُسْلِمٍ وَ اِنَّ طَالِبَ الْعِلْمِ یَستَغْفِرُ لَہٗ کُلُّ شَیْءٍ حَتَّی الْحِیْتَانُ فِی الْبَحْرِ

    অর্থাৎ ইলমে দ্বীন শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরয এবং দ্বীনি শিক্ষার্থীর জন্য প্রত্যেক বস্তু এমনকি সমুদ্রের মাছও মাগফিরাতের দোয়া করে (জামে সাগীর, ৩২৫ পৃষ্ঠা, হাদীস ৫২৬৬)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইলমে দ্বীন শেখার কতোইনা মহান বরকত আছে যে, দ্বীনী শিক্ষার্থী তার কাজে মশগুল থাকে, জ্ঞানার্জন করতে থাকে, দ্বীনি কিতাবপত্র পড়ে, কুরআনের আয়াত হাদীস সমূহ শেখে আর দুনিয়ার সকল কিছু এমনকি সমুদ্রের মাছও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে এটা কেমন সৌভাগ্য...!! سُبْحٰنَ الله!

 

কোন ইলম (জ্ঞান) অর্জন করা ফরয...?

    হে আশিকানে রাসূল! এখন আমরা যে হাদীস শরীফ শুনলাম তাতে ইরশাদ করা হয়েছে যে, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। এই হাদীস দ্বারা কোন ইলম উদ্দেশ্য? শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন, এই হাদীস শরীফে স্কুল কলেজের প্রচলিত দুনিয়াবী শিক্ষা উদ্দেশ্য নয় বরং প্রয়োজনীয় ইলমে দ্বীন উদ্দেশ্য। তাই * সর্বপ্রথম ইসলামী আক্বীদা শেখা ফরয * এরপর নামাযের ফরয সমূহ, শর্তাবলি, মুফসিদাত (অর্থাৎ নামায কিভাবে শুদ্ধ হয় এবং কীভাবে ভঙ্গ হয় তা শেখা) * অতঃপর রমযানুল মুবারাকের শুভাগমন হলে যার উপর রোজা ফরয তার প্রয়োজনীয় মাসআলা সমূহ শেখা। * যার উপর যাকাত ফরয তার যাকাতের