Book Name:Ilm e Deen Kay Fazail
আলিম হও অথবা ইলম অন্বেষণকারী হও, ইলমে দ্বীন শ্রবণকারী হও অথবা ইলমে দ্বীনকে মুহাব্বাতকারী হও, পঞ্চমজন হয়ো না নতুবা ধ্বংস হয়ে যাবে।
(জামে বয়ানুল ইলমি ওয়া ফাদ্বলিহী, ১/ ১৫৮, হাদীস ১৫১)
(৮) মোজার উপর মাসেহ করার মাসআলা
হযরত ইবনে হুবাঈশ رَضِیَ اللهُ عَنْہُ বলেন, “মুরাদ” গোত্রের এক সাহাবী হযরত সাফওয়ান বিন আসসাল رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার দরবারে ইলমে দ্বীন শিখার জন্য উপস্থিত হয়েছি। صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন, মারহাবা! ইলমে দ্বীনের শিক্ষার্থীকে সুস্বাগতম...! ফিরিশতারা ইলমে দ্বীনের শিক্ষার্থীদের প্রতি খুশি হয়ে তাকে নিজেদের ডানা দিয়ে আচ্ছাদিত করে নেয়। একজন ফেরেশতা তার উপর নিজের ডানা দিয়ে ছায়া দেয়। আরেকজন ফেরেশতা প্রথম ফেরেশতার ডানার উপর নিজের ডানা দিয়ে ছায়া দেয়। এভাবে করতে করতে আসমান পর্যন্ত ফিরিশতারা একে অন্যের ডানার উপর নিজের ডানা বিছিয়ে দেয়।
ইলমে দ্বীনের শিক্ষার্থীর এই ফযীলত বর্ণনা করার পর হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, কী শিখতে এসেছো? হযরত সাফওয়ান رَضِیَ اللهُ عَنْہُ আরজ করেন, ইয়া রাসূলাল্লাহ! আমি মক্কা মুকাররামা থেকে অবিরতভাবে সফর করে আপনার দরবারে মোজার উপর মাসেহ সংক্রান্ত মাসআলা জিজ্ঞাসা করার জন্য হাজির হয়েছি।
(জামে বয়ানুল ইলমি ওয়া ফাদ্বলিহী, ১ /১৬৪, হাদীস ১৬২)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! ইলমে দ্বীনের প্রতি কেমন ভালোবাসা! শুধু একটি মাসআলা জিজ্ঞেস করার জন্য