Book Name:Ilm e Deen Kay Fazail
শিক্ষার্থী আছে। তারা তিন দিন এবং তিন রাত পর্যন্ত ক্ষুধার্ত। তাদেরকে খাবার পৌঁছিয়ে দাও এবং কিছু অর্থও দিয়ে এসো! আর হ্যাঁ! আমার পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নিয়ো, আমি তাদের অবস্থার ব্যাপারে অবগত হতে পারি নি। আগামীকাল আমি নিজেই তাদের সমীপে উপস্থিত হয়ে ক্ষমা চাইবো।
সেই যুবক বলে, শহরের বিচারকের এই কথা শুনে আমি অনেক অবাক হলাম, জিজ্ঞেস করলাম, হুযুর! এই অনুগ্রহের কারণ কী? বিচারক বললো, রাতে আমি বিছানায় শয়ন করলাম চোখ বন্ধ করার কিছুক্ষণ পর আমি স্বপ্নে দেখলাম, এক অশ্বারোহী তার হাতে একটি বর্শা, এই বর্শার অগ্রভাগ আমার দিকে তাক করে বললো- তাড়াতাড়ি ওঠো এবং হাসান বিন সুফিয়ান ও তার সাথীদের সাহায্য করো! তারা ইলমে দ্বীনের পথের মুসাফির, তারা তিন দিন তিন রাত ধরে ক্ষুধার্ত। তোমার শহরের অমুক এলাকার মসজিদে অবস্থান করছে। বিচারক বললো- আমি সেই অশ্বারোহীকে জিজ্ঞেস করলাম, আপনি কে? বললো- আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা এবং তোমাকে দ্বীনি শিক্ষার্থীদের এই অবস্থার ব্যাপারে অবগত করতে এসেছি এখন দেরি কোরো না, অতিসত্ত্বর তাদের খিদমতের ব্যবস্থা করো। এতটুকু বলার পর সেই অশ্বারোহী আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলো। (উয়ুনুল হিকায়াত, ১/ ১৮১-১৮৪ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন, ইলমে দ্বীনের শিক্ষার্থীদের জন্য অদৃশ্য থেকে কেমন ব্যবস্থা হয়ে গেলো। তাই দারিদ্র্য, গরীবি ও অর্থসংকটের কারণে ভয় করবেন না। সাহস করুন এবং ইলমে দ্বীন শেখায় মশগুল হয়ে যান। اِنْ شَآءَ الله আল্লাহ পাক সহায় হবেন।