Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

থাকতাম, একবার তিনি বলেন, যখন আমার ইলমে দ্বীন শেখার আগ্রহ হলো তখন আমি যুবক ছিলাম, আমরা কিছু বন্ধু মিলে ইলমে দ্বীন অর্জনের জন্য মিসরের দিকে রওনা হয়ে গেলাম এখন আমাদের শিক্ষক অনুসন্ধানের পালা ছিলো অনেক খোঁজার পর আমরা সেই যুগের অনেক বড় মুহাদ্দিস সাহিবের কাছে পৌঁছাই তিনি আমাদের প্রতিদিন হাদীস লেখাতেন

    আমরা সব বন্ধু একটি মসজিদে থাকতাম, বিদেশে ছিলাম, দারিদ্র্যতা ছিলো, অভাব ছিলো আমাদের কেউ দুঃখ কষ্টগুলোর ব্যাপারে অবগত ছিলো না আমরাও কারো সামনে কষ্টের কারণে কান্না করি নি একবার এমন হলো যে, আমাদের কাছে যতো অর্থ ছিলো সব শেষ গেলো অনাহারে দিন কাটানো শুরু হয়ে গেলো এমনকি আমরা দিন রাত ক্ষুধার্ত অবস্থায় কাটিয়ে দিলাম, ক্ষুধার কারণে দুর্বলতা বেড়ে গেলো, চলাফেরা কষ্টকর হয়ে গেলো

    হযরত হাসান বিন সুফিয়ান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, ক্ষুধার্ত অবস্থা চতুর্থ দিনে এসে পৌঁছালো তখন দুর্বলতা শেষ সীমায় গিয়ে পৌঁছলো তো, আমি মসজিদের একটি কোনায় গেলাম এবং নামায পড়া শুরু করলাম নামাযের পর দোয়া করলাম তখনো আমি দোয়া শেষ করি নি, মসজিদে এক যুবক প্রবেশ করলো, সে জিজ্ঞেস করলো - হাসান বিন সুফিয়ান কে? আমি বললাম, আমি! যুবক বললো, আমাদের শহরের বিচারক ত্বুলুন আপনার জন্য খাবার পাঠিয়েছেন

    আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, বিচারক আমাদের ব্যপারে কী ভাবে জানতে পেরেছে? সেই যুবক বললো- আমি খাদিম। আজ সকালে আমাকে আমাদের বিচারক ডাকলেন এবং বললেন- অমুক এলাকার অমুক মসজিদে যাও। সেখানে দ্বীনি