Book Name:Ilm e Deen Kay Fazail
তিনি এতদূর সফর করে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র আনন্দের ধরণও দেখুন! তিনি কেমন সুন্দরভাবে ইলমে দ্বীনের শিক্ষার্থীকে স্বাগত জানালেন এবং তাকে ইলমে দ্বীনের শিক্ষার্থী ফযীলত শুনালেন।
(৯) ইলমে দ্বীনের বরকতে কবর আলোকিত হয়
হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ বলেন, আল্লাহ পাক তার নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতি ওহী করলেন: (হে মুসা!) কল্যাণের কথা সমূহ শিখ এবং মানুষদের শিখাও। নিশ্চয়ই আমি ইলম (দ্বীনের) শিক্ষাদানকারী এবং শিক্ষা গ্রহণকারীদের কবর আলোকিত করবো। কবরে তাদের একদম ভয় হবেনা। (জামে বয়ানুল ইলমি ওয়া ফদ্বলিহি ১/২৪০, হাদীস ৩২৪)
হে আশিকানে রাসূল! চিন্তা করুন! ইলমে দ্বীনের কেমন ফযীলত। কিন্তু আফসোস! আমাদের অলসতা...! আমাদের নফস অলসতা করে, পরিশ্রম ও কষ্ট থেকে দূরে সরিয়ে রাখে। শয়তান কুমন্ত্রণা দেয়, কখনো সম্মান ও প্রসিদ্ধি অর্জনে ব্যস্ত রাখে, কখনো অর্থ সম্পদের লোভে নিক্ষিপ্ত করে, মনে কুমন্ত্রনা দেয় - যদি ইলমে দ্বীন অর্জনে লেগে পড়ি তাহলে উপার্জন করবো কীভাবে? কোথা থেকে খাবো? এতো বড় ব্যবসা, সময় কীভাবে বের করবো? দোকান ছাড়তে পারবোনা, চাকুরী করার পর সময় পাই না। এগুলো ছাড়াও নানাধরণের কুমন্ত্রণা দিয়ে অভিশপ্ত শয়তান আমাদেরকে ইলমে দ্বীনের সম্পদ অর্জন করা থেকে বঞ্চিত করে।
শয়তান দ্বীনি শিক্ষার্থীর সবচেয়ে বড় শত্রু
মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত কিতাব মালফুযাতে আলা হযরতে আছে: আসরের নামাযের পর শয়তানরা সমুদ্রে একত্রিত হয়, ইবলিসের আসন বসানো হয়, শয়তানদের কাজের