Book Name:Ilm e Deen Kay Fazail
হযরত উমামা বাহিলী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত। প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, যে ইলম (দ্বীন) শিখার ও ইবাদত করার মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক হলো, আর বড় হয়েও সেই একই অবস্থায় রইলো, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ তাকে ৭২ জন সিদ্দীকের সাওয়াব দান করবেন। (জামে সগীর, ১৮০ পৃষ্ঠা, হাদীস ৩০০৪)
(৫) ইলমে দ্বীন শিখা কেনো জরুরী?
হযরত মুয়ায বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ইলম অর্জন করো! কেননা, * আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইলম শেখা খোদাভীতি * ইলমের সন্ধান করা ইবাদত * ইলমের পুনরাবৃত্তি (অর্থাৎ, পড়া মুখস্ত করার জন্য বারবার পড়া) তাসবীহ * অজ্ঞকে ইলম শিখানো সদকা। * ইলমকে তার উপযুক্ত ব্যক্তির নিকট ব্যয় করা নেকি * ইলম হলো হালাল ও হারাম চেনার উপায় * ইলম জান্নাতবাসীদের পথের চিহ্ন * ইলম প্রশান্তির মাধ্যম * ইলম সফরসঙ্গী। * ইলম একাকীত্বের সঙ্গী * ইলম অভাব ও প্রাচুর্যে পথ প্রদর্শক * ইলম দুশমনের মোকাবিলায় হাতিয়ার * ইলম বন্ধুদের নিকট সৌন্দর্য * আল্লাহ পাক ইলমের মাধ্যমে জাতিকে সম্মান দান করেন * আল্লাহ পাক ইলমের মাধ্যমে কোনো জাতিকে নেতৃত্বের আসনে বসান, পরে সবাই তার আনুগত্য করে * আলিমদের রায়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয় * ফিরিশতারা আলিমদের সাথে বন্ধুত্বে আগ্রহ রাখে * আলিমদের