Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

একজন ইবাদতকারী একজন আলিমের কথা উল্লেখ করা হলো এই প্রসঙ্গে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِى عَلَى اَدْنَاكُم অর্থাৎ আলিমের শ্রেষ্ঠত্ব ইবাদতকারীর উপর এমনি যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের মধ্য হতে সবচেয়ে ছোট ব্যক্তির (অর্থাৎ সবচেয়ে কম মর্যাদাসম্পন্ন ব্যক্তি) উপর (তিরমিযী ২৬৮৫ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ওলামায়ে কিরামের অসংখ্য ফযীলত রয়েছে একটু চিন্তা করুন! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা কতো ঊর্ধ্বে, তিনি নবীদের তাজদার, ইমামুল আম্বিয়া আল্লাহ পাকের পর সবচেয়ে উঁচু মর্যাদা সম্মান যেই মহান সত্তার অর্জিত হয়েছে, সেই মহান সত্তা হলেন আমার আপনার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতো উঁচু মর্যাদাবান রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, আলিমে (দ্বীনের) শ্রেষ্ঠত্ব ইবাদতকারীর উপর এমন, যেমন আমার শ্রেষ্ঠত্ব কম মর্যাদাবান উম্মতের উপর

    এখন আমাদের চিন্তা করতে হবে সবচেয়ে কম মর্যাদাবান উম্মত কে? আর আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা তার উপর কতো? নিঃসন্দেহে তা তো ধারণা করতে পারবে না, তবে ওলামায়ে কিরাম মোটামুটি একটা ধারণা করেছেন, আলিমগণ বলেন, * সবচেয়ে কম মর্যাদাবান উম্মত হলো সে যার অন্তরে ঈমানের নূর তো আছে কিন্তু তার জীবন গুনাহের মধ্যে অতিবাহিত হচ্ছে, এটা হলো সর্বনিম্ন মর্যাদা। * অতঃপর, তার উপরে আছে মু'মিনে সালিহ অর্থাৎ নেককার মুসলমানের মর্যাদা * তার উপরে শহীদের মর্যাদা * তার উপরে মুত্তাকী পরহেজগারের মর্যাদা * মুত্তাকী পরহেজগার থেকে উপরে মুজতাহিদের মর্যাদা * মুজতাহিদের উপরে আওতাদ আছে
* আওতাদের উপর আবদাল * আবদালের উপর কুতুব। *